ঢাকা ২৪শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:০৪ অপরাহ্ণ, এপ্রিল ৪, ২০২৪
সিলেট স্টারঃ আদর আজাদ ও পূজা চেরী অভিনীত ‘লিপস্টিক’ ঈদে মুক্তি পাবে কি পাবে না তা নিয়ে ছিল সংশয়। গতকাল সকাল পর্যন্ত নির্মাতা কামরুজ্জামান রোমান সেন্সর ছাড়পত্র হাতে পাননি। পূজাও ছিলেন বেশ দুশ্চিন্তায়। তবে দুপুরে সেন্সর ছাড়পত্র হাতে পাওয়ার পর জোরেশোরে প্রচারণায় নেমেছেন অভিনেত্রী পূজা চেরী।
ঈদে এটিই তাঁর একমাত্র ছবি।
পূজা বলেন, ‘নায়িকা হিসেবে ক্যারিয়ার শুরুর পর প্রায় প্রতি ঈদেই আমার ছবি মুক্তি পেয়েছে। ছবিগুলো দর্শক গ্রহণ করেছেন। এবার ঈদেও যেন ছবি মুক্তি পায়, সেটাই চেয়েছিলাম।
তবে সেন্সরে একটু ঝামেলা হয়েছিল। শুনেছি দু-একটি দৃশ্য নিয়ে আপত্তি তুলেছিলেন বোর্ডের সদস্যরা। পরিচালক সেটা নতুন করে সম্পাদনা করে আবার জমা দিলে গতকাল দুপুরে ছাড়পত্র দেওয়া হয়। ছবিটা নিয়ে আমি দারুণ আশাবাদী।
ফিরলেন স্বাভাবিক জীবনে
দিন দশেক আগে হঠাৎ করে মাকে হারিয়ে শোকে স্তব্ধ হয়ে গিয়েছিলেন পূজা। ২৪ মার্চ না ফেরার দেশে পাড়ি জমান তাঁর মা ঝর্ণা রায়। ছোটবেলা থেকেই পূজার সব রাগ-অভিমান, সুখ-দুঃখের সঙ্গী ছিলেন তিনি। শুটিং স্পট থেকে শুরু করে নতুন নতুন ছবির গল্প শোনা, মিটিং করা—সব জায়গায়ই ছায়াসঙ্গী ছিলেন ঝর্ণা রায়।
মাকে হারানোর পর কয়েক দিন নিশ্চুপ ছিলেন পূজা। তবে ‘লিপস্টিক’ ছবির সেন্সর ছাড়পত্র লাভ ও ঈদে মুক্তি পাওয়ার খবর আবার স্বাভাবিক জীবনে ফেরার তাগিদ দিয়েছে অভিনেত্রীকে।
প্রথম গানেই বাজিমাত
এরই মধ্যে ‘লিপস্টিক’ ছবির প্রথম গান ‘বেসামাল’ মুক্তি পেয়েছে অন্তর্জালে। আইটেম ঘরানার গানটি দর্শক পছন্দও করেছে। মাত্র দুই দিনে ইউটিউবে গানটি দেখা হয়েছে প্রায় তিন লাখবার।
পূজা বলেন, “আগে মাত্র একবার আইটেম গানে নেচেছিলাম। অনন্য মামুন ভাইয়ের ‘সাইকো’র টাইটেল গান ছিল সেটি। এবারের গানটি আরো বেশি জোশ! শুনলে যে কারোরই নাচতে ইচ্ছা হবে। গানটি প্রকাশিত হওয়ার পর থেকে দারুণ সাড়া পাচ্ছি। তা ছাড়া নিজেও গানটি রিল করে করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করছি নিয়মিত, যেন দর্শক টাচে থাকে।”
আদর-পূজা জুটি
পূজা এবারের ঈদে দেশের বিভিন্ন হলে গিয়ে ছবিটি দেখতে চান। এর আগে তাঁর অভিনীত ‘পোড়ামন ২’ ছবিটিও ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা শহরের হলে গিয়ে দেখেছিলেন। ‘লিপস্টিক’ ছবিতে পূজার নায়ক আদর আজাদ। পূজা বলেন, ‘আদর আজাদের সঙ্গে আরো দুটি ছবি করছি। ‘নাকফুল’ নামের একটি ছবির শুটিং শেষ হয়েছে আরো আগে। ছবিটি কোরবানির ঈদে মুক্তি পেতে পারে। তবে ‘লিপস্টিক’ ছবির বাণিজ্যিক সফলতা ঠিক করবে আমাদের জুটি স্থায়ী হবে কি হবে না! তাই আমার ভক্তদের আহবান জানাচ্ছি, হলে গিয়ে ছবিটি দেখুন।
ঠিকানাঃ
মোবাইল: 01795396925
ইমেইল:
সম্পাদক ও প্রকাশকঃ রুহিন আহমদ
———————————————————-
সত্যের পথে আপোষহীন ও নিরপেক্ষ অনলাইন নিউজ পোর্টাল
——————————————————–
উপদেষ্টা মন্ডলী সভাপতি
……………………………
——————————————————