ঢাকা ২৪শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:১৪ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২২, ২০২১
নগর বার্তা ডেস্কঃবিয়ানীবাজার আওয়ামী লীগ নেতা ও আসন্ন ইউনিয়ন পরিষদে দুবাগ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আফজালের উপর সন্ত্রাসী হামলা ও হত্যা চেষ্টার প্রতিবাদে উপজেলার দুবাগ ইউনিয়নের খাড়াভরায় এক প্রতিবাদ সভাবেশ অনুষ্টিত হয়েছে।স্থানীয় বাজারে রবিবার (২১ শে ফেব্রুয়ারী) সন্ধ্যায় অনুষ্টিত প্রতিবাদ সমাবেশটি আয়োজন করে স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ।হাজী ফেরদৌস আহমদের সভাপতিত্বে এবং মাস্টার আলমগীর হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগ সভাপতি আতাউর রহমান খান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসাইন বাবুল, সহ দুবাগ ইউনিয়নের সর্বস্তরের আওয়ামীলীগ নেতৃবৃন্দ এবং গ্রামের মুরব্বিয়ানরা।এ সময় বক্তারা পলাশ আফজালের উপর উদ্দেশ্যমূলক প্রাণ নাশের চেষ্টা ও সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করার আহবান জানান।উল্লেখ্য, গত ৮ ফেব্রুয়ারি রাজনৈতিক সভা শেষ করে বাড়ি ফেরার পথে দক্ষিণ চরিয়া রাস্তায় রাত আনুমানিক পৌনে ১১টার দিকে একদল সংঘবদ্ধ সন্ত্রাসী এলোপাতাড়ি আক্রমণ চালিয়ে পলাশ আফজালকে প্রানে হত্যার চেষ্টা চালায়। পরে স্থানীরা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান এবং তার অবস্থা সংকটাপন্ন হওয়াতে পরবর্তী সিলেট এমএজি মেডিকেল কলেজ হাসপতোলে ভর্তি করানো হয়।
ঠিকানাঃ
মোবাইল: 01795396925
ইমেইল:
সম্পাদক ও প্রকাশকঃ রুহিন আহমদ
———————————————————-
সত্যের পথে আপোষহীন ও নিরপেক্ষ অনলাইন নিউজ পোর্টাল
——————————————————–
উপদেষ্টা মন্ডলী সভাপতি
……………………………
——————————————————