ঢাকা ২৫শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:১১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২২, ২০২১
নগর বার্তা ডেস্কঃসিলেট লায়ন্স ক্লাবের ৪৭তম অভিষেক ও মহান আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। রোববার (২১শে ফেব্রুয়ারী) রাত ৮টায় নগরীর একটি অভিজাত হোটেলে এ অভিষেক ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লায়ন দেওয়ান নাসিরুল হক পিএমজেএফ। অনুষ্ঠানে ওয়েলকাম গেষ্ট হিসেবে উপস্থিত ছিলেন এলসিআইএফ এর ভাইস এরিয়া লিডার লায়ন মো:ওয়াহিদুর রহমান আযাদ এমজেএফ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক শুভ প্রতিদিনের সম্পাদক সারওয়ার হোসেন, লায়ন হেলেন আক্তার নাসরিন পিএমজেএফ, প্রথম ভাইস-ডিষ্ট্রিক গভর্নর লায়ন শাহিনা রহমান এমজেএফ, ২য় ভাইস-ডিষ্ট্রিক গভর্নর লায়ন শরিফ আলী খান এমজেএফ। অন্যান্য অতিথি লায়ন নাসিম মাহমুদ, লায়ন ডঃ সিরাজুল হক।এসময় অভিষেক অনুষ্ঠানের আহ্বায়ক লায়ন মো. মুহিতুর রহমান এমজেএফ এর সভাপতিত্বে ক্লাবের বিদায়ী সভাপতি লায়ন আব্দুল হামিদ লায়ন প্রফেসর ডা. আজিজুর রহমানকে দায়িত্ব হস্তান্তর করেন। সিলেট লায়ন্স ক্লাবের সাধারণ সম্পাদক লায়ন আব্দুল্লাহ আল মামুন সামনের পরিচালনায় বক্তব্য রাখেন- লায়ন এম এস জামান চৌধুরী বাহার, লায়ন ইমরান আহমদ প্রমূখ। অনুষ্ঠানে সিলেট ও ঢাকার শতাধিক লায়ন ও লিও সদস্য উপস্থিত ছিলেন।
ঠিকানাঃ
মোবাইল: 01795396925
ইমেইল:
সম্পাদক ও প্রকাশকঃ রুহিন আহমদ
———————————————————-
সত্যের পথে আপোষহীন ও নিরপেক্ষ অনলাইন নিউজ পোর্টাল
——————————————————–
উপদেষ্টা মন্ডলী সভাপতি
……………………………
——————————————————