ঢাকা ২৫শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:০২ অপরাহ্ণ, এপ্রিল ১, ২০২১
নগর বার্তা ডেস্কঃ সিলেটের সিমান্তবর্তী এলাকা গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে উদ্ধার হওয়া মর্টার শেল এবং হ্যান্ড গ্রেনেডটি ধ্বংস করা হয়েছে। বৃহস্পতিবার (১ এপ্রিল) দুপুরের দিকে স্থানীয় নয়াগাঙ্গেরপাড় এলাকায় সিলেট সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিটের একটি দল মর্টার শেল ও হ্যান্ড গ্রেনেডটি ধ্বংস করে।উল্ল্যেখ্য গত ২২ মার্চ সকালে স্থানীয় শ্রমিকরা ডাউকি নদীর নয়াগাঙেরপাড় (ভাউরভাগ) এলাকায় বারকি নৌকা নিয়ে বালু উত্তোলনের কাজ করতে গেলে ।নদীতে যুদ্ধের সময়কার অব্যবহৃত একটি মর্টার শেল দেখতে পান। এরদুই দিন পর একই এলাকায় মাটি কাটতে গিয়ে শ্রমিকরা একটি হ্যান্ড গ্রেনেড দেখতে পায়। পৃথক দু’টি ঘটনায় পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার করা মর্টার শেল ও হ্যান্ড গ্রেনেড তাদের হেফাজতে রাখে। পরে মর্টার শেল ও হ্যান্ড গ্রেনেড ধ্বংসের জন্য পুলিশের পক্ষ থেকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আবেদন করা হয়। এরই প্রেক্ষিতে আদালতের নির্দেশক্রমে বাংলাদেশ সেনাবাহিনী সিলেটের বোম্ব ডিসপোজাল ইউনিটের অধিনায়ক ক্যাপ্টেন গালিব ও ক্যাপ্টেন সায়াদের নেতৃত্বে সেনাবাহিনীর সদস্যরা মর্টার শেল ও হ্যান্ড গ্রেনেডটি ধ্বংস করেন।এ সময় বিজিবির সংগ্রাম সীমান্ত ফাঁড়ির ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার তরিকুল ইসলাম, গোয়াইনঘাট থানার এসআই আবুল হোসেন, আব্দুল আহাদ ও এএসআই মারুফ আল মুকিতসহ সেনাবাহিনী, পুলিশ ও বিজিবি সদস্যরা উপস্থিত ছিলেন।
ঠিকানাঃ
মোবাইল: 01795396925
ইমেইল:
সম্পাদক ও প্রকাশকঃ রুহিন আহমদ
———————————————————-
সত্যের পথে আপোষহীন ও নিরপেক্ষ অনলাইন নিউজ পোর্টাল
——————————————————–
উপদেষ্টা মন্ডলী সভাপতি
……………………………
——————————————————