নির্যাতিত ছাত্রদল নেতৃবৃন্দের মাঝে তারেক রহমানের  ঈদ উপহার বিতরণ 

প্রকাশিত: ৮:৩৯ অপরাহ্ণ, মে ৬, ২০২১

নির্যাতিত ছাত্রদল নেতৃবৃন্দের মাঝে তারেক রহমানের  ঈদ উপহার বিতরণ 

নগর বার্তা ডেস্কঃসিলেট মহানগর বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুল কাইয়ুম জালালি পংকি  বলেছেন, আজ প্রায় ১৫ বছর ধরে ছাত্রদলের নেতাকর্মীরা গুম, খুন ও নির্যাতনের কল্পনাতীত শিকার হয়েছে, এই নির্যাতিত পরিবারের পাশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সব সময় রয়েছেন। আজ করোনাকালীন সময়ে নির্যাতিত নেতাকর্মীদের মাঝে  ঈদ উপহার একটু হলে ও হাসি ফোটাবে। ছাত্রদলের নিযার্তিত নেতাকমীদের মাঝে ঈদ উপহার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন। সিলেট মহানগর ছাত্রদলের সিনিয়র সহসভাপতি তোফায়েল আহমেদ এর সভাপতিত্বে ও মহানগর ছাত্রদলের  সহ সভাপতি আব্দুল হাছিব এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির সহ সভাপতি ও সিলেট মহানগর কৃষকদলের আহবায়ক হুমায়ুন কবির শাহিন, মহানগর বিএনপির সহ সভাপতি ও সিটি কাউন্সিলর রেজাউল হাসান কয়েসলোদী, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুব চৌধুরী ও যুবদল নেতা আলফাজ আহমদ। এ সময় উপস্থিত ছিলেন সিলেট মহানগর ছাত্রদলের ১ম যুগ্ম সম্পাদক হোসাইন আহমদ, সাংগঠনিক সম্পাদক রুবেল ইসলাম, যুগ্ম সম্পাদক আজহার আলী অনিক। উক্ত অনুষ্ঠানে  পঙ্গুত্ববরণকারী সাবেক ছাত্রদল নেতা বদরুল ইসলাম ও শহীদ কামালের ছোট ভাই রিপন আহমদ সহ  ১১টি পরিবারের মাঝে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান এর ঈদ উপহার তুলে দেওয়া হয়।