সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, শিশুসহ আহত ৫

প্রকাশিত: ৮:৪৪ পূর্বাহ্ণ, মে ১৩, ২০২১

সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, শিশুসহ আহত ৫

নগর বার্তা ডেস্কঃসুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার জয়কলস এলাকায় গাছের সাথে ধাক্কা লেগে মাইক্রোবাসের এক যাত্রী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এ ঘটনায় শিশুসহ আরো ৫ জন আহত হয়েছেন।নিহত নিকলু তালুকদার (২৮) সুনামগঞ্জের দিরাই উপজেলার তাড়ল ইউনিয়নের ডাইয়রগাও গ্রামের মৃত রাগেন্দ্র নারায়ন তালুকদারের ছেলে।বৃহস্পতিবার (১৩ মে) সকালে ঢাকা থেকে এই যাত্রীবাহী মাইক্রোবাসটি দিরাই যাওয়ার পথে এ সড়ক দুর্ঘটনাটি ঘটে। এ ঘটনায় আরো ৫ জন গুরুতর আহত হয়েছেন। আহতদের পরিচয় এখনো জানা যায়নি।হাইওয়ে পুলিশ জানায়, এই ৮ জন যাত্রী ঢাকায় গার্মেন্টস শ্রমিকের কাজ করতেন। ঈদের ছুটিতে তারা এই মাইক্রোবাসটি ভাড়া করে নিজ বাড়িতে ফেরার পথে ড্রাইভারের অসাবধানতার কারণে রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা লেগে এই দুর্ঘটনা ঘটে।জয়কলস হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাকসুদ আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।