রেড ক্রিসেন্ট সিলেটের জরুরী বৈঠক সম্পন্ন

প্রকাশিত: ৫:৪০ পূর্বাহ্ণ, জুন ১, ২০২১

রেড ক্রিসেন্ট সিলেটের জরুরী বৈঠক সম্পন্ন

নগর বার্তা ডেস্কঃভূমিকম্পসহ যে কোনো দুর্যোগ মোকাবেলায় প্রস্তুতিমুলক জরুরী বৈঠক সম্পন্ন হয়েছে।আজ সোমবার (৩১ মে) রেড ক্রিসেন্ট সিলেট ইউনিট কার্যালয়ে এ সভাটি অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন-বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির বোর্ড মেম্বার আব্দুল জব্বার জলিল।প্রধান বক্তার বক্তব্য দেন- রেড ক্রিসেন্ট সিলেট ইউনিটের সেক্রেটারি মো. আব্দুর রহমান জামিল।বক্তব্যে তারা প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকদের সবসময় সজাগ থাকতে বলেন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কার্যকারী সদস্য ফেরদৌস চৌধুরী রুহেল ও সুয়েব আহমেদ ইউনিট উপ-পরিচালক আব্দুস সালাম।অনুষ্ঠানে রেড ক্রিসেন্টের প্রায় অর্ধশত স্বেচ্ছাসবকরা অংশগ্রহণ করেন।কক্সবাজার থেকে ভিডিও কনফারেন্স-এর মাধ্যমে বক্তব্য রাখেন এবং বিভিন্ন দাবি তুলে ধরেন সিলেট ইউনিটের সাবেক যুব প্রধান ও বর্তমানে কোভিড-১৯ এর সিলেট ইউনিটের সমন্বয়ক জনাব মোহাম্মদ নাজিম খান।সিলেট ইউনিটের উপ যুবপ্রধান-২ সোমা আক্তারের সভাপতিত্বেও প্রশিক্ষণ বিভাগের প্রধান মুজিব খান ফাহিমের সঞ্চালনায় যুব সদস্যদের পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন ক্রীড়া ও সংস্কৃতির বিভাগীয় প্রধান আমিনা আহমেদ।
উক্ত সভায় প্রধান অতিথি ইউনিট কার্যালয় এবং যুব রেড ক্রিসেন্ট কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে ১টি ডেক্সটপ ও ল্যাপটপ অনুদান করার প্রতিশ্রুতি দেন।