সিলেটের জেলা প্রশাসক বদলি

প্রকাশিত: ৩:২৩ অপরাহ্ণ, অক্টোবর ২৮, ২০২১

সিলেটের জেলা প্রশাসক বদলি

নগর বার্তা ডেস্কঃসিলেটের জেলা প্রশাসক এম কাজি এমদাদুল ইসলামকে বদলি করা হয়েছে। মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে বদলির বিষয়টি জানানো হয়। সিলেট প্রতিদিনকে বৃহস্পতিবার তিনি জানান, তাকে সৌদি আরবের জেদ্দার বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। সেখানে তিনি কাউন্সিরর ( শ্রম ) হিসাবে দায়িত্ব পালণ করবেন। তবে এর আগে সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি ) সত্যজিৎ রায় দাশ বদলির বিষয়টি নিশ্চিত করে জানিয়েছিলেন, আজ এ সংক্রান্ত একটা আদেশ এসেছে। তিনি সিলেটের জেলা প্রশাসক হিসাবে ৩ বছর দায়িত্ব পালন করেছেন। এখনো করছেন। তার বদলির আদেশ কবে থেকে কার্যকর হবে সে বিষয়ে কিছু জানা যায়নি।@সিলেট প্রতিদিন