ঢাকা ১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:২৫ অপরাহ্ণ, অক্টোবর ২৮, ২০২১
নিউজ ডেস্কঃঢাকা ও সিলেটে নতুন বিভাগীয় কমিশনার ঢাকার নতুন বিভাগীয় কমিশনার মো. খলিলুর রহমান ও সিলেটের বিভাগীয় কমিশনার মুহাম্মদ মোশাররফ হোসেন ঢাকা ও সিলেটে নতুন বিভাগীয় কমিশনার নিয়োগ দিয়েছে সরকার। বৃহস্পতিবার (২৮ অক্টোবর) এই নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে। সিলেটের বিভাগীয় কমিশনার মো. খলিলুর রহমানকে ঢাকার বিভাগীয় কমিশনার হিসেবে বদলি করা হয়েছে। অপরদিকে, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মুহাম্মদ মোশাররফ হোসেনকে সিলেটের বিভাগীয় কমিশনার নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া, ঢাকার বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মো. খলিলুর রহমানকে পদোন্নতি দিয়ে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব করা হয়েছে।@সিলেট প্রতিদিন

সত্যের পথে আপোষহীন ও নিরপেক্ষ সংবাদমাধ্যম