সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’তে বর্ষবরণ উৎসব উদযাপন

প্রকাশিত: ৯:৪১ পূর্বাহ্ণ, এপ্রিল ১৪, ২০২২

সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’তে বর্ষবরণ উৎসব উদযাপন

পুরাতনকে ভুলে নতুন উদ্দীপনায় বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয়ে নতুন বছরকে বরণ করেছে সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। বর্ষবরণ উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পস বাগবাড়ীতে অনুষ্ঠিত হয়।

সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে মঙ্গল শোভাযাত্রা শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্ব পূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সাড়ে ১১টায় ক্যাম্পাসে এসে শেষ হয়। ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো: শহীদ উল্লাহ তালুকদার এর নের্তৃতে উক্ত মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

শোভাযাত্রায় উপস্থিত ছিলেন ব্যবসায় অনুষদের ডিন প্রফেসর ড. মিজানুর রহমান, রেজিষ্ট্রার (ভারপ্রাপ্ত) এক্রামুল ফারুক, অর্থ পরিচালক শংকর কুমার সিনহা, লাইব্রেরিয়ান ও আমেরিকান কর্ণার এর পরিচালক মো: মোস্তাফা কামাল, প্রক্টর ও আইন বিভাগের বিভাগীয় প্রধান মো: হুমায়ুন কবির, ইংরেজী বিভাগের বিভাগীয় প্রধান স্বাতী রানী দেবনাথ, সিএসই বিভাগের বিভাগীয় প্রধান এমএজি আসিফ সহ বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

উল্লেখ্য যে, বর্ষ বরণ উৎসব ১৪২৯ এর শোভাযাত্রার পরপরই, ৯ এপ্রিল থেকে ১৪ এপ্রিল ২০২২ এর ভর্তি মেলার সমাপ্ত ভাষণে ভাইস-চ্যান্সলর প্রফেসর ড. মো: শহীদ উল্লাহ তালুকদার সবাইকে নববর্ষের শুভেচ্ছা জ্ঞাপন করেন।