বিশ্বনাথে ছাত্রলীগের ইফতার মাহফিল নিয়ে উত্তেজনা

প্রকাশিত: ১০:২৮ পূর্বাহ্ণ, এপ্রিল ১৫, ২০২২

বিশ্বনাথে ছাত্রলীগের ইফতার মাহফিল নিয়ে উত্তেজনা

নিউজ ডেস্ক: শুক্রবার (১৫এপ্রিল) অনুষ্ঠিত হবে সিলেটের বিশ্বনাথ উপজেলা ছাত্রলীগের ইফতার ও দোয়া মাহফিল। ইফতার মাহফিলে জেলা ও উপজেলা আ’লীগের আমন্ত্রন না থাকায় অঙ্গ ও সহযোগী সংগঠনের অনেক নেতাকর্মীদের মধ্যে চরম ক্ষোভ আর অসন্তোষ বিরাজ করছে।
এছাড়াও ছাত্রলীগের অনেক নেতাকর্মীদের মধ্যেও অসন্তোষ, ক্ষোভ আর উত্তেজনা দেখা দিয়েছে। বুধবার থেকে ছাত্রলীগের ইফতার মাহফিলের দাওয়াতনামাটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হলে এমন ক্ষোভ আর অসন্তোষ দেখা দেয়। ছাত্রলীগের অনেক নেতাকর্মীদের মতে সাংগঠনিকভাবে কোনো প্রকার সভা সমাবেশ না করে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।এমন কি ইফতার মাহফিল নিয়ে ছাত্রলীগের কার্যকরী কমিটির ৩০ সদস্যের অধিকাংশ নেতাকর্মীদের সাথেও কোনো সমন্বয় নেই বলে জানান।
উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি মুজিবুর রহমান মঞ্জু, আলী আহমদ জুয়েল, নজরুল ইসলাম প্রিন্স, যুগ্ম সম্পাদক শাহ বুরহান আহমদ রুবেল, সাজু আহমদ খান, সাংগঠনিক সম্পাদক জুবায়ের আহমদ জয় ও মাসুদ আহমদ জানান, আমাদের সাথে কোনো আলোচনা ছাড়াই সভাপতি সম্পাদকের একক সিদ্ধান্তে এই আয়োজন করা হয়েছে। যাহা গঠনতন্ত্র পরিপন্থি।
এব্যাপারে ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি পার্থ সারথি দাস পাপ্পু বলেন, যারা এর বিরোধীতা করেছে তারা জামায়াত বিএনপির এজেন্ডা বাস্থবায়নের জন্য কাজ করে। তাদেরকে কমিটির মিটিংয়ে দাওয়াত দিলেও উপস্থিত হয়নি। আর আ’লীগের সকলের বাড়ি বাড়ি গিয়ে দাওয়াত দেয়া হয়েছে। কেউ যদি না আসে তাহলে আমার কিছুই করার নেই।

এমএনআই