গোলাপগঞ্জ হ্যাল্পিং হ্যান্ডস ইউ,এস এর খাদ্য সামগ্রী বিতরণ সম্পূর্ণ

প্রকাশিত: ২:০০ অপরাহ্ণ, এপ্রিল ১৯, ২০২২

গোলাপগঞ্জ হ্যাল্পিং হ্যান্ডস ইউ,এস এর খাদ্য সামগ্রী বিতরণ সম্পূর্ণ

নিজস্ব প্রতিবেদকঃগোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস ইউ,এস এর অর্থায়নে ৩০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৯ এপ্রিল) দুপুরে গোলাপঞ্জের একটি অভিজাত কমিউনিটি সেন্টারে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।গোলাপগঞ্জ হ্যল্পিং হ্যান্ডস ইউ,এস,এর সফল সাধারণ সম্পাদক শাহিদুর রাহমান চৌধুরী জাবেদ এর সভাপতিত্বে অত্র সংগঠনের স্থানীয় প্রতিনিধি সাহাত মাহমুদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ হ্যল্পিং হ্যান্ডস ইউ,এস,এর উপদেষ্টা ও প্রতিস্টাতা দাতা সদস্য ও বারাকা পাওয়ার প্লান্টের পরিচালক মঞ্জুর শাফি এলিম চৌধুরী।এসময় উপস্থিত ছিলেন স্থানীয় প্রতিনিধি মাসহুদ খান, এ,এম,সিদ্দিক সুহেদ, এমদাদুর রহমান স্বপন, সিরাজুল ইসলাম, সাইরুল ইসলাম, নাহিদ চৌধুরী, সুমন চৌধুরী,জালাল উদ্দিন , হিফজুর রাহমান,সাইফুর রহমান সাহান, সাদাত মোহাম্মদ হাদি,মোরশেদুজ্জামান এরাফ, আজহারুল ইসলাম জুনেদ, রাসেল আহমেদ, বাহার উদ্দিন, নিয়াজ আহমদ,মাহমুদুল হাসান, আলী হোসাইন, সামাদ চৌঃ, মঞ্জিল আহমদ , সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।প্রধান অতিথির বক্তব্যে মঞ্জুর শাফি এলিম চৌধুরী বলেন,গোলাপগঞ্জ হ্যল্পিং হ্যান্ডস ইউ,এস,প্রতিষ্টার পর থেকে গোলাপগঞ্জের প্রতিটি ইউনিয়নে সামাজিক বিভিন্ন কর্মকান্ডে সহযোগিতা করে যাচ্ছে।আগামীতে আমরা আরও বৃহৎ পরিষরে অসহায় মানুষের সাহায্যে এগিয়ে আসবে।তাছাড়া দেশে বিদেশে সংগঠনের সকল দানশীল পরিবারের সুস্থতা ও কামনা করেন।অপরদিকে গোলাপগঞ্জ হ্যল্পিং হ্যান্ডস ইউ,এস,সাধারণ সম্পাদক শাহিদুর রাহমান চৌধুরী জাবেদ বলেন,প্রতিবছর আমরা সংগঠন থেকে নানা আয়োজন করলেও আগামীতে আমরা গোলাপগঞ্জ উপজেলার শিক্ষিত মেধাবী শিক্ষির্থাদের বাছাই করে বৃত্তির আওয়াতায় এনে সহযোগিতা করবো।উল্লেখ্য, দেশের বিভিন্ন ক্লান্তি লগ্নে ও বিগত করোনা কালীন সময়ে অসহায় হতদরিদ্র পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। এছাড়াও প্রতিবছর শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করে সংগঠনটি।