ইমামতি পেশা নয়; এটি একটি মহান দায়িত্ব: ব্যারিস্টার মোস্তাকিম রাজা চৌধুরী

প্রকাশিত: ১:০৬ অপরাহ্ণ, এপ্রিল ২১, ২০২২

ইমামতি পেশা নয়; এটি একটি মহান দায়িত্ব: ব্যারিস্টার মোস্তাকিম রাজা চৌধুরী

নিউজ ডেস্ক:  দৈনিক পুণ্যভূমি পত্রিকার প্রকাশক, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী ব্যারিস্টার মোস্তাকিম রাজা চৌধুরী বলেছেন, ইমাম হচ্ছেন সমাজের সবচেয়ে সম্মানী ও মর্যাদাশালী ব্যক্তি। ইসলামের দৃষ্টিতে ইমামতি কোনো পেশা নয়, বরং এটা হচ্ছে একটি মহান দায়িত্ব।
ইমাম শব্দটি পবিত্র কোরআনুল কারিমের সুরা বাকারার ১২৪ নম্বর আয়াতে ইমাম অর্থ ‘নেতা’ বলে উল্লেখ হয়েছে।
বুধবার (২০ এপ্রিল) ফেঞ্চুগঞ্জ উপজেলার ঘিলাছড়া ইউনিয়নের সর্বস্তরের ইমাম-মোয়াজ্জিন ও আলেমসমাজের সাথে মতবিনিময় ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন।
ব্যারিস্টার মোস্তাকিম রাজা চৌধুরী আরো বলেন, ইমামের কাজের প্রতি গুরুত্ব আরোপ করে নবি করিম (সা.) ইমাম ও মুয়াজ্জিনের জন্য এই বলে দোয়া করেছেন, ‌‘ইমাম হচ্ছেন জিম্মাদার আর মুয়াজ্জিন হচ্ছেন আমানতদার। হে আল্লাহ! তুমি ইমামদের সঠিক পথ দেখাও আর মুয়াজ্জিনদের ক্ষমা করো’।
তিনি বলেন, ইমাম হচ্ছেন মুসল্লিদের দায়িত্বশীল। তাদের নামাজ শুদ্ধ হলো কি না, তারা শুদ্ধরূপে কোরআন পড়তে পারছেন কি না, তাদের আচার-আচরণ দুরস্ত হলো কি না, ইসলামের হুকুম আহকাম মেনে চলতে তারা উদ্বুদ্ধ হচ্ছেন কি না, মূলত এসব বিষয়ে যত্নবান হওয়াই ইমামের প্রধান দায়িত্ব। এছাড়া সমাজের উন্নয়নমূলক কর্মকান্ডে মুসল্লিদের সম্পৃক্ত করে নেতৃত্ব দেওয়াও তার দায়িত্বের অন্তর্ভুক্ত।
যেহেতু ইমামতি একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব, তাই ইমামকে এ কাজের জন্য যেমন যোগ্য হতে হবে তেমনি তাকে মহৎ গুণের অধিকারীও হতে হবে। তাকে হতে হবে সৎ, নিষ্ঠাবান, তাকওয়াধারী, আল্লাহওয়ালা, আলেম। আমরা দেখে থাকি, সাধারণ মানুষ ইমামদের অনুসরণ করে থাকেন, তাদের পরামর্শ গ্রহণ করে সে অনুযায়ী চলার চেষ্টা করেন। তাই ইমামগণ জনসাধারণকে ইসলামের বিভিন্ন বিষয় সম্পর্কে জ্ঞান দানের পাশাপাশি তাদের আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ করবেন।

এমএনআই