আব্দুস সামাদ আজাদের মৃত্যুবার্ষিকীতে সিলেটে স্মরণ সভা

প্রকাশিত: ৭:০৭ অপরাহ্ণ, এপ্রিল ২৭, ২০২২

আব্দুস সামাদ আজাদের মৃত্যুবার্ষিকীতে সিলেটে স্মরণ সভা

নিউজ ডেস্ক: স্বাধীন বাংলাদেশের প্রথম পররাষ্ট্রমন্ত্রী, ভাষা সৈনিক ও মহান মুক্তিযোদ্ধের অন্যতম সংগঠক, বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর, প্রয়াত জাতীয় নেতা আব্দুস সামাদ আজাদের ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক স্মরণ সভা বুধবার সিলেট জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
আব্দুস সামাদ আজাদ স্মৃতি পরিষদের উদ্যোগে আয়োজিত স্মরণ সভায় সভাপতিত্ব করেন সিলেট মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি ফয়জুল আনোয়ার আলাউর।
সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট রনজিত সরকারের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী সদস্য আজিজুস সামাদ ডন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর আওয়ামীলীগের সভাপতি মাসুক উদ্দিন, জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসাইন, এডভোকেট নিজাম উদ্দিন, সুজাত আলী রফিক, আব্দুল খালিক, আহমেদ নূর, সাইফুল আলম রুহেল, সৈয়দ শামীম আহমদ, আব্দাল মিয়া, মুক্তার খান, সুদীপ দে, শামীম আহমদ ভিপি, এডভোকেট আব্দুল খালিক, দেবাংশু দাশ মিঠু, শামীম রশীদ, বনশ্রী দাস অপু, রশিদ আহমদ, গোলাম হাসান সাজন, সঞ্জয় চৌধুরী, নাজমুল ইসলাম, নাঈম আহমদ, রাহেল সিরাজ প্রমুখ।

এমএনআই