দেশ টিভির প্ল‍্যানিং এডিটর হলেন সিলেটের পার্থ সারথি

প্রকাশিত: ১২:৩১ অপরাহ্ণ, মে ২, ২০২২

দেশ টিভির প্ল‍্যানিং এডিটর হলেন সিলেটের পার্থ সারথি

নিজস্ব প্রতিবেদক: বেসরকারি স্যাটেলাইট টেলিভিশনের দেশ টিভির প্ল‍্যানিং এডিটর হলেন সিলেটের সন্তান সাংবাদিক পার্থ সারথি দাস। রোববার থেকে তিনি দেশ টিভির প্ল‍্যানিং এডিটর হিসেবে যোগদান করেন।
এর আগে তিনি কাজ করেছেন দেশের শীর্ষ দৈনিক প্রথম আলো, কালের কণ্ঠ, যায়যায়দিন, মানবজমিন, সাপ্তাহিক ২০০০ সর্বশেষ ঢাকা পোস্ট’র চীফ রিপোর্টার হিসেবে কাজ করেন।
সিলেট থেকে সাংবাদিকতা শুরু করা এই প্রতিভাবান সাংবাদিক দীর্ঘদিন ধরে ঢাকা শহরে সুনামের সহিত সাংবাদিকতা পেশায় কাজ করছেন। তাঁর সততা ও কর্মদক্ষতা সাংবাদিক সমাজে সর্বজন স্বীকৃতি। বিভিন্ন বেসরকারি টেলিভিশনে সাংবাদিকতা সংবাদপত্র ও সম সমায়িক বিষয় নিয়ে নিয়মিত কথা বলেন পার্থ সারথি দাস।
সিলেট শহরের বাসিন্দা পার্থ সারথি দাস জগন্নাথপুর উপজেলা সদরে ভারত রায়ের বাড়িতে বিয়ে করেন।
জনপ্রিয় টেলিভিশন দেশ টিভির প্ল্যানিং এডিটর হিসেবে যোগদান করায় সাংবাদিক মহলের পক্ষ থেকে তাকে অভিনন্দন জানিয়ে তার সফলতা কামনা করা হয়।

এমএনআই