ঢাকা ১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:১০ অপরাহ্ণ, মে ৮, ২০২২
নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেটের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ মে) রাত ৮টায় নগরীর ষ্টেশন রোডস্থ প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ক্লাব সভাপতি চঞ্চল মাহমুদ ফুলর।
সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলামের পরিচালনায় বর্ধিত সভায় বক্তব্য রাখেন, ক্লাব সিনিয়র সহ-সভাপতি সাদিকুর রহমান চৌধুরী, সহ সাধারণ সম্পাদক জুমান আহমেদ, অর্থ সম্পাদক মোঃ সানোয়ার আলী, দফতর ও পাঠাগার সম্পাদক সাদিকুর রহমান সোহেল, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইসমাইল আলী টিপু, সাহিত্য, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক এমরান ফয়সল, সদস্য শামীম আহমদ তালুকদার প্রমুখ।
সভায় দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব’র কার্যক্রম গতিশীল করতে বেশ কিছু সিদ্ধান্ত নেয়া হয়।
এমএনআই

সত্যের পথে আপোষহীন ও নিরপেক্ষ সংবাদমাধ্যম