ঢাকা ১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৫১ অপরাহ্ণ, মে ৯, ২০২২
নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নের উত্তর দৌলতপুর গ্রাম থেকে দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে চেক ডিজওনার মামলার ওয়ারেন্ট ছিল বলে জানিয়েছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে ওই এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, উত্তর দৌলতপুর গ্রামের মৃত রোয়াব আলীর পুত্র হাসান মাহমুদ রিপন ওরপে আকবর আলী। অপরজন হলেন, একই গ্রামের নোয়াব আলীর প্রত্র জাহেদুর রহমান। জাহেদুর রহমানকে গ্রেফতার করেন থানার এসআই রুমেন ও হাসান মাহমুদ রিপন ওরপে আকবর আলীকে গ্রেফতার করেন এসআই কবির উদ্দিন। জাহেদুর রহমান ও তার পিতা-মাতার বিরুদ্ধে গ্রেফতারি পরোওয়ানা রয়েছে।

সত্যের পথে আপোষহীন ও নিরপেক্ষ সংবাদমাধ্যম