ভারী বর্ষণে গোলাপগঞ্জের ঢাকাদক্ষিণ বাজার প্লাবিত

প্রকাশিত: ৬:৪৫ অপরাহ্ণ, মে ১৪, ২০২২

ভারী বর্ষণে গোলাপগঞ্জের ঢাকাদক্ষিণ বাজার প্লাবিত

গোলাপগঞ্জ সংবাদদাতা: প্রবল বর্ষণে দুই দিনের ব্যবধানে গোলাপগঞ্জের ঢাকাদক্ষিণ বাজার আবারও প্লাবিত হয়েছে। পানি নিষ্কাশনের পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় টানা বর্ষণে বাজার প্লাবিত হয়।

জানা যায়, উপজেলার প্রাচীন এ বাজারে রয়েছে ১৫শতাধিক দোকান পাঠ। শনিবার ভোরে প্রায় ৯০শতাংশ দোকান পানিতে তলিয়ে গেছে। ভোর রাত পৌনে চারটা থেকে জলাবদ্ধতায় পানি ২ থেকে ৩ ফুট আবার কোথায় কোথায় এর বেশী উচ্চতায় জলাবদ্ধতা দেখা দেয়। বাজারের মসজিদ থেকে মাইকে বার বার ব্যবসায়ীদের নিজনিজ প্রতিষ্ঠান ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষার জন্য আহবান করা হয়। কিন্তু মুহুর্তের মধ্যে বাজার পানিতে তলিয়ে যাওয়ায় রক্ষা করা সম্ভব হয়নি। এতে প্রায় কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করছেন ব্যবসায়ীরা নেতারা।

পপুলার ফার্মেসীর পরিচালক রায়হান আহমদ ক্ষোভ প্রকাশ করে বলেন কাকেশ্বরী নদী অবৈধ দখলদারদের হাতে বিলিন হওয়ায় ব্যবসায়ীরা এই ক্ষতির সম্মুখিন হচ্ছেন। তার অন্তত ১৫লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান।

ঢাকাদক্ষিণ বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক ও ঢাকাদক্ষিণ ইউপির প্যানেল চেয়ারম্যান সেলিম আহমদ জানান, এ সমস্যা আমাদের দীর্ঘদিনের। খরস্রোতা কাকেশ্বর নদী ভরাট ও দখলে নাব্যতা হারিয়ে সরু খালে পরিনত হয়েছে। প্রতি বছর কয়েকবার ব্যবসায়ীদের ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে হয়। তবে এবার ক্ষয়ক্ষতির পরিমাণ পূর্বের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। তিনি কাকেশ্বর নদী ভরাট ও অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে উর্ধ্বতনের এগিয়ে আসার আহবান জানান।

এর আগে গত বুধবার (১১মে) টানা বর্ষণের ফলে ঢাকাদক্ষিণ বাজার প্লাবিত হয়। এতে বাজারের ব্যবসায়ীদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

এদিকে, টানা ভারী বর্ষণে ঢাকাদক্ষিণ বাজার প্লাবিত থাকায় শনিবার ভোর থেকে কয়েকঘন্টা ঢাকাদক্ষিণ বাজার দিয়ে গাড়ি চলাচল বন্ধ থাকে। এছাড়াও বাজার সংলগ্ন ঢাকাদক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজ রাস্তা, ঢাকাদক্ষিণ দারুল উলুম হুসাইনিয়া মাদ্রাসা মাঠ, ঢাকাদক্ষিণ জামে মসজিদ প্রাঙ্গণ, ঢাকাদক্ষিণ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠ পানিতে প্লাবিত হয়। এতে বিপাকে পড়েন শিক্ষা প্রতিষ্ঠান গুলোর শিক্ষার্থীরা।

এদিকে ঢাকাদক্ষিণ দত্তরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ পানিতে ডুবে যায়।এছাড়াও শ্রেণি কক্ষে পানি ডুকে বিদ্যালয়ের কার্যক্রম ব্যহত হয়।

এব্যাপারে দত্তরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বুরহান উদ্দিন বলেন, দীর্ঘ দিন থেকে স্কুলের পাশ দিয়ে প্রবাহিত কাকেশ্বর নদী দখলের প্রভাবে পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় অল্প বৃষ্টি হলেই দুর্ভোগের মধ্যে পড়তে হয়। কাকেশ্বর নদী দখল মুক্ত করে বিদ্যালয়সহ ঢাকাদক্ষিণ বাজার দুর্ভোগমুক্ত করার আহবান জানান তিনি।

এমএনআই