ঢাকা ১৫ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:০৫ অপরাহ্ণ, মে ১৫, ২০২২
এম বাংলা প্রতিবেদকঃহবিগঞ্জ সদর উপজেলায় ছেলে মাসুম মিয়ার (২০) ছুরিকাঘাতে বাবা আজদু মিয়া (৫৫) নিহত হয়েছেন বলে জানা গেছে।শনিবার রাতে উপজেলার রাজিউড়া ইউনিয়নের হুরগাঁও পশ্চিম হাটি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আজদু মিয়া ওই গ্রামের আব্দুর রশিদের ছেলে।স্থানীয়রা জানান, পারিবারিক দ্বন্দ্ব ও ঋণের টাকা নিয়ে আজদু মিয়ার সঙ্গে শনিবার রাতে তার ছেলে মাসুম মিয়ার ঝগড়া হয়। একপর্যায়ে মাসুম ক্ষিপ্ত হয়ে তার বাবাকে ছুরি দিয়ে আঘাত করে। এতে আজদু মিয়া ঘটনাস্থলেই মারা যান।হবিগঞ্জ সদর থানার ওসি গোলাম মর্তুজা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেছে। এসময় পুলিশ অভিযান চালিয়ে ঘাতক মাসুমকে আটক ও হত্যাকাণ্ডে ব্যবহৃত ছোরা উদ্ধার করেছে।
সত্যের পথে আপোষহীন ও নিরপেক্ষ সংবাদমাধ্যম