সিলেটে ভাবিকে হত্যার মামলায় দেবর গ্রেপ্তার

প্রকাশিত: ৫:৩৬ অপরাহ্ণ, মে ১৫, ২০২২

সিলেটে ভাবিকে হত্যার মামলায় দেবর গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: সিলেটে দেবর কর্তৃক ভাবী হত্যা মামলার একমাত্র আসামিকে সিলেট জেলার কানাইঘাট থানা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব।
রোববার (১৫ মে) ভোর চারটার দিকে কানাইঘাট থানাধীন খুলুরমাটি সাকিনস্থ জয়নাল মিয়ার বসতবাড়ি থেকে মো. একরামুল হোসেনকে গ্রেপ্তার করে র‍্যাব-৯ এর একটি দল।
এ সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, গত ৯ মে সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ থানার মৌলিনগর মৌজার একটি জমিতে পূর্ব বিরোধিতার জের ধরে আপন দেবরের হাতে ভাবী সুলেখা বেগম মারাত্মক আহত হন।
পরে শুক্রবার (১৩ মে) সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি।
এ ঘটনায় শনিবার (১৪ মে) একজনকে আসামি করে সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ থানায় একটি হত্যা মামলা করা হয়।
এই মামলার তদন্তের ধারাবাহিকতায় আসামি মো. একরামুল হোসেনকে গ্রেপ্তার করে র‍্যাব। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করেছেন তিনি।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণসহ গ্রেপ্তার ব্যক্তিকে জামালগঞ্জ থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

এমএনআই