ঢাকা ২রা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৫৭ অপরাহ্ণ, মে ১৫, ২০২২
নিজস্ব প্রতিবেদক: সিলেটে কুড়িয়ে পাওয়া এক শিশুর সন্ধান চায় কোতোয়ালি থানা পুলিশ। সিলেট নগরীর বন্দরবাজার এলাকা থেকে শিশুকে উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, রোববার বিকেল সোয়া পাঁচটার দিকে জাতীয় জরুরী সেবা-৯৯৯ এর মাধ্যমে সংবাদ পেয়ে শিশুটিকে উদ্ধার করে কোতোয়ালি থানা পুলিশ।
জিজ্ঞাসাবাদে তার নাম উর্মি (১০), পিতা-আলী হোসেন, মাতা- রুনা বেগম, সাং-ওমরগাঁও, থানা- অজ্ঞাত, জেলা-অজ্ঞাত জানালেও সঠিক পুনাঙ্গ কোন ঠিকানা বলতে পারেনি।
এই কুড়িয়ে পাওয়া শিশু উর্মিকে কেউ চিনে থাকলে কিংবা তাহার প্রকৃত পরিচয় চিনে থাকলে কোতোয়ালী মডেল থানা, এসএমপি, সিলেটে (ডিউটি অফিসার মোবা-০১৩২০-০৬৭৫৭৩) যোগাযোগ করার জন্য অনুরোধ করেছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলী মাহমুদ।
এমএনআই

সত্যের পথে আপোষহীন ও নিরপেক্ষ সংবাদমাধ্যম