ঢাকা ২৮শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৩ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৩১ অপরাহ্ণ, মে ১৮, ২০২২
নিজস্ব প্রতিবেদক: বন্যার কবলিত সিলেট মহানগরীতে খোলা হয়েছে ১৬টি আশ্রয়কেন্দ্র। তন্মধ্যে ১০টিতে আজ বুধবার দুপুর অবধি আশ্রয় নিয়েছেন বন্যার্তরা। এসব কেন্দ্রে বিতরণ করা হয়েছে ১২৫০ প্যাকেট শুকনো খাবার। এমন তথ্য জানিয়েছে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) জনসংযোগ শাখা।
তারা জানায়, ১৫নং ওয়ার্ডে কিশোরী মোহন সরকারি প্রাথমিক বিদ্যালয় (মিরাবাজার), ১৪নং ওয়ার্ডে চালিবন্দর রামকৃষ্ণ উচ্চ বিদ্যালয় ও চালিবন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ২৩নং ওয়ার্ডে আব্দুল হামিদ সরকারি প্রাথমিক বিদ্যালয় (মাছিমপুর), ২৪নং ওয়ার্ডে বোরহান উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয় ও উমরশাহ তেররতন সরকারি প্রাথমিক বিদ্যালয়, ১৩নং ওয়ার্ডে মির্জাজাঙ্গাল স্কুল, মনিপুরী রাজবাড়ি আশ্রয় কেন্দ্র ও মাছুদিঘীরপাড়, ১০নং ওয়ার্ডে ঘাসিটুলা স্কুল, ইউসেফ স্কুল, কানিশাইল স্কুল, জালালাবাদ স্কুল, বেতের বাজার কাউন্সিলর কার্যালয়ালয়ের পাশের ৪তলা ভবন এবং ২৭নং ওয়ার্ডে হবিনন্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে।
এমএনআই
ঠিকানাঃ
মোবাইল: 01795396925
ইমেইল:
সম্পাদক ও প্রকাশকঃ রুহিন আহমদ
———————————————————-
সত্যের পথে আপোষহীন ও নিরপেক্ষ অনলাইন নিউজ পোর্টাল
——————————————————–
উপদেষ্টা মন্ডলী সভাপতি
……………………………
——————————————————