ঢাকা ২রা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:০১ অপরাহ্ণ, মে ১৮, ২০২২
নিজস্ব প্রতিবেদক: পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ আসনের সংসদ সদস্য ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, বন্যাদুর্গত এলাকার মানুষের জন্য যা যা করার তার জন্য প্রধানমন্ত্রী আমাদের নির্দেশ দিয়েছেন। ইতোমধ্যে সিলেটের বন্যাদুর্গত এলাকায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে ২৫ লাখ টাকা ও ৪ হাজার প্যাকেট শুকনো খাবারের ব্যবস্থা করা হয়েছে। মন্ত্রী বলেন, শেখ হাসিনা সরকারে যতদিন আছেন সিলেটবাসী মনে রাখবেন আপনাদের একজন বন্ধু আছেন।
বুধবার (১৮ মে) দুপুরে সিলেট নগরীর চালিবন্দরস্থ রামকৃষ বালিকা উচ্চ বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে পরিদর্শনকালে উপরোক্ত কথা বলেন।
পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান এমপি, সিলেট জেলা প্রশাসক মো.মজিবর রহমান, সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, সিসিক কাউন্সিলর নজরুল ইসলাম মুনিম, শফিউল ইসলাম জুয়েল প্রমুখ।
এমএনআই

সত্যের পথে আপোষহীন ও নিরপেক্ষ সংবাদমাধ্যম