ঢাকা ২৮শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৩ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:০৮ অপরাহ্ণ, মে ১৯, ২০২২
নিজস্ব প্রতিবেদক: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার সিলাম চকের বাজারে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত যুবক শাহ মাহি (২১)’র জানাযা ও দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১৯ মে) বেলা ২টায় সিলাম চকের বাজার শাহী ঈদগাহের ময়দানে জানাযা শেষে শাহ তৈয়ব ছয়লানী (র) মাজার গোরস্থানে তার মরদেহ দাফন করা হয়।
জানাযায় দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বদরুল ইসলাম, সিলাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ ওলিদুর রহমান, দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক জালাল উদ্দিন, সিলাম ইউপি সদস্য আব্দুর রহমান, সোয়েল আহমদ, সাবেক ইউপি সদস্য আব্দুল হান্নান, সিলেট মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-অর্থ সম্পাদক ওমর ফারুক ফরহাদ, যুবলীগ নেতা জায়েদ আহমদ, সিলেট মহানগর ছাত্রলীগ নেতা আব্দুর রহমান সহ বিপুল সংখক মুসল্লী অংশ নেন।
এর আগে, বুধবার (১৮ মে) বিকেলে সিলাম শেখপাড়া গ্রামের মৃত তিতন শাহ’র পুত্র শাহ মাহি তার ব্যবহৃত মোটর সাইকেল নিয়ে বাড়ি থেকে শহরের দিকে আসছিলো। বাড়ির পাশেই চকের বাজার শাহী ঈদগাহের সামনে আসামাত্র বিপরিত দিক থেকে আসা একটি মালবাহী ট্রাক তাকে চাপা দিলে মারাত্মক আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তার মৃত্যু ঘটে।
এ ঘটনায় ট্রাক চালককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে মোগলাবাজার থানা পুলিশ।
এমএনআই
ঠিকানাঃ
মোবাইল: 01795396925
ইমেইল:
সম্পাদক ও প্রকাশকঃ রুহিন আহমদ
———————————————————-
সত্যের পথে আপোষহীন ও নিরপেক্ষ অনলাইন নিউজ পোর্টাল
——————————————————–
উপদেষ্টা মন্ডলী সভাপতি
……………………………
——————————————————