বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণ করলেন এমপি হাবিব

প্রকাশিত: ১২:১০ পূর্বাহ্ণ, মে ২০, ২০২২

বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণ করলেন এমপি হাবিব

দক্ষিণ সুরমা প্রতিনিধি: দক্ষিণ সুরমা উপজেলার কামালবাজার ও মোল্লারগাঁও ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণ করেছেন সিলেট ৩ আসনের এমপি হাবিবুর রহমান হাবিব। তিনি গতকাল বৃহস্পতিবার সকালে বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনকালে বন্যার্ত লোকদের মধ্যে ত্রাণ বিতরণ করেন।

এসময় উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী অফিসার নুসরাত লায়লা নীরা, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি রাজ্জাক হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বাদন কান্তি সরকার, কামালবাজার ইউপি চেয়ারম্যান একরামুল হক, কামালবাজার ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আনোয়ার আলী, সাধারণ সম্পাদক আবুল হোসেন, ইউনিয়ন যুবলীগের সভাপতি আবুল মিয়া প্রমুখ।