ঢাকা ২৯শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৪ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:০৭ অপরাহ্ণ, জুলাই ১২, ২০২২
এম বাংলাঃকারামুক্ত হলেন সিলেট মহানগর যুবলীগের সাবেক সদস্য জাকিরুল আলম জাকির। দীর্ঘদিন কারাভোগের পর গত ৭ জুলাই বৃহস্পতিবার সন্ধ্যায় নির্যাতিত এই নেতা কারামুক্তির লাভ করেন। পরে সোমবার রাতে নিজের ফেসবুক আইডি থেকে একটি স্ট্যাটাস মাধ্যমে জানান দেন। দীর্ঘদিন কারাভোগের পরও প্রাণের সংগঠন, প্রিয় মানুষদের প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তার স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হল।দীর্ঘদিনের কারাবাস আর অবশেষে মুক্ত বাতাসের দেখা! সময়ের সাথে সাথে সবকিছু পাল্টায়, সেই সময় মানুষকে পরিবর্তন করে দেয়, অদেখা, অবুঝা, অলেখা অনেক জিনিস অনুধাবনে সময় সহায়ক ভূমিকা পালন করে এটাই বাস্তবতা।নিরপরাধ, তবুও অপরাধের বোঝা মাথায় নিয়ে করেছি কারাভোগ, সাথে দীর্ঘদিনের ত্যাগকে অস্বীকার করে বিবৃতি প্রকাশ চোখের সামনে যখন দৃশ্যমান তখন আক্ষেপ ছাড়া কিছুই করার ছিলো না আমার৷দীর্ঘদিনের এই কারাভোগে প্রাণের সংগঠনের প্রিয় মানুষদের প্রতি কৃতজ্ঞতা আমি কখনো ভাষায় প্রকাশ করতে পারবো না, ইনশাল্লাহ সময় হলে প্রতিদান দিতে পিছপা হবো না, সংগঠনের জন্যই আজকের আমি, তাই শেষ পর্যন্ত সংগঠনের সাথেই থাকবো।কৃতজ্ঞতা আর ভালোবাসা রইলো সবার প্রতি, যারা চরম দুঃসময়ে আমাকে বিভিন্নভাবে সহযোগিতা এবং সংগঠনের একজন কর্মী হিসেবে আমাকে অকুন্ঠ সমর্থন দিয়েছেন। আল্লাহ সবার সহায় হোন।-জাকিরুল আলম জাকির।
ঠিকানাঃ মিরপুর ১
মোবাইল: 01795396925
ইমেইল: dhakahunt6@gmail.com
সম্পাদক ও প্রকাশকঃ মোর্শেদ মাহবুব
———————————————————-
সত্যের পথে আপোষহীন ও নিরপেক্ষ সংবাদমাধ্যম
——————————————————–
উপদেষ্টা মন্ডলী সভাপতি
……………………………
——————————————————