সিলামে মাস্টার নজরুল ইসলাম স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল

প্রকাশিত: ৭:১৫ অপরাহ্ণ, জুলাই ২১, ২০২২

সিলামে মাস্টার নজরুল ইসলাম স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদন: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার ইলাশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অকাল প্রয়াত সহকারী শিক্ষক মোহাম্মদ নজরুল ইসলাম স্মরণে এক শোকসভা ও দোয়া মাহফিল বৃহস্পতিবার (২১ জুলাই) বিকেলে অনুষ্ঠিত হয়েছে।
সিলাম ইউনিয়নের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের উদ্যোগে স্থানীয় চকের বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত শোকসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার লুৎফুর রহমান।
দক্ষিণ সুরমার ডুংশ্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেলাল আহমদের সভাপতিত্বে ও চকের বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোহাম্মদ শাহজাহানের পরিচালনায় শোকসভা ও দোয়া মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দক্ষিণ সুরমা উপজেলা সহকারি শিক্ষা অফিসার মুসলিমা বেগম, দক্ষিণ সুরমা উপজেলা শিক্ষা কমিটির সদস্য ফজলুল করিম হেলাল, দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম, দক্ষিণ সুরমা সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক ঐক্য ফোরামের সাধারণ সম্পাদক বিপ্লব পুরকায়েস্থ, দক্ষিণ সুরমা উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মিটন চন্দ্র দাস, সৈয়দা নুরুন্নেছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শুয়াইবুর রহমান, ইলাশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজনীন বেগম, খোজারখলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নুরুজ্জামান, চকের বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিপ্লবী পাল, বিশিষ্ট শালিশ ব্যক্তিত্ব হাজী সাজ্জাদুর রহমান, চকের বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিবাবক কমিটির সভাপতি আব্দুর রহমান (নুনু), বালাগঞ্জের মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহিনুল কবির, সিলাম ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ড সদস্য আমিরুল ইসলাম মাসুম, সাবেক মেম্বার সফিকুল হক প্রমুখ।
দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন, সিলাম জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মাহবুবুর রহমান।