‘নারীর মর্যাদা ও ক্ষমতায়নে অগ্রগামী শেখ হাসিনা সরকার-আসাদ উদ্দিন

প্রকাশিত: ৬:১৪ অপরাহ্ণ, নভেম্বর ৪, ২০২২

‘নারীর মর্যাদা ও ক্ষমতায়নে অগ্রগামী শেখ হাসিনা সরকার-আসাদ উদ্দিন

এম বাংলা প্রতিবেদকঃ-সিলেট মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আসাদ উদ্দিন আহমদ বলেছেন, ‘নারীদের সমান অংশগ্রহণ ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়। আর দেশের উন্নয়ন নিশ্চিত করতে নারীর মর্যাদা ও ক্ষমতায়নে অগ্রগামী শেখ হাসিনার সরকার।’ ‘সরকারের কার্যকরি বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করার ফলে অগ্রগামী অবস্থানে অবস্থান করছেন নারী। প্রশিক্ষণের সুযোগ করে দেওয়ার ফলে নারীরা ছেলেদের সাথে সমান্তরালে অনলাইন মার্কেট প্লেসে কাজ করে অর্থ উপার্জন করছেন। দেশের অর্থনৈতিক বুনিয়াদকে সুসংহত করছেন। এখন আর পুঠিয়ার মহিমার মত কোন নারীকে আর দূর্ভাগ্য বরণ করতে হয় না‘। বঙ্গবন্ধুর অসমাপ্ত স্বপ্ন পূরণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন জননেত্রী শেখ হাসিনা। দেশের উন্নয়নে পুরুষের পাশাপাশি নারীদের অংশগ্রহণ আছে বলেই দেশ এগিয়ে যাচ্ছে দূর্বার গতিতে।’ পরিশেষে তিনি সিলেট উইন্টার ফ্যাস্টিবাল আয়োজক কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। পাশাপাশি এ ধরণের আয়োজন সব সময় অব্যাহত রাখার আহ্বান জানান।
তিনি বৃহস্পতিবার (৩ নভেম্বর) রাতে নাফিস শামস তিয়াস ও নাজিয়া চৌধুরীর আয়োজনে নগরীর পাঠাটুলাস্থ খান প্যালেস কনভেশন হলে ৩ দিন ব্যাপী সিলেট উইন্টার ফ্যাস্টিবালের উদ্বোধনী দিনে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট চেম্বার এর সাবেক সভাপতি এটিএম সুয়েব, দৈনিক একাত্তর এর কথার উপসম্পাদক মঈন উদ্দিন, রাহাত তরফদার, সিলেট চেম্বার এর পরিচালক সালেহীন নাহিয়ান , সিজিএস সভাপতি শান্ত দেব, সম্পাদক সালাউদ্দিন বাবলু, মেহেদী হাসান খান , আব্দুল আলিম তুষার, নাজিয়া আহমেদ প্রমুখ। দিনব্যাপী চিত্রাংকন প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। ফ্যাস্টিবালটি চলবে ৩, ৪ ও ৫ নভেম্বর সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত।