ঢাকা ১লা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৪৪ অপরাহ্ণ, নভেম্বর ৬, ২০২২
নিজস্ব প্রতিবেদক: সিলেটের বিশিষ্ট রাজনীতিবিদ, সালিশি ব্যক্তিত্ব সিলাম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ আব্দুল মালিক স্মরণে গত শুক্রবার রাতে সিলাম শাহী ঈদগাহ ময়দানে সিলাম ইউনিয়নবাসীর উদ্যোগে এক নাগরিক শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সিলাম শাহী ঈদগাহ পরিচালনা কমিটির সিনিয়র সহ—সভাপতি প্রবীণ ব্যক্তিত্ব মুদাব্বির হোসেনের সভাপতিত্বে ও সিনিয়র সাংবাদিক হাজী এম আহমদ আলী ও বিশিষ্ট সমাজসেবী রাজনীতিবিদ হাজী তাজরুল ইসলাম তাজুলের যৌথ সঞ্চালনায় নাগরিক শোক সভায় বক্তব্য রাখেন সিলেট—৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ও রিয়াদস্থ জালালাবাদ এসোসিয়েশনের সভাপতি কাপ্তান হোসেন, দক্ষিণ সুরমা উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান, সিলেট জেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এভোকোট সালেহ আহমদ হীরা, উপ প্রচার সম্পাদক ও জেলা পরিষদ সদস্য মতিউর রহমান মতি, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সভাপতি সাহাব উদ্দিন, সাধারণ সম্পাদক কূহিনুর আহমদ, তেতলী ইউপির সাবেক চেয়ারম্যান মঈনুল ইসলাম, সিলাম ইউপির চেয়ারম্যান শাহ ওলিদুর রহমান, বিশিষ্ট মুরব্বি আব্দুস শহীদ মাস্টার, আব্দুল কাইয়ুম মাস্টার, নূরজাহান মেমোরিয়াল মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ নিজাম উদ্দিন তরফদার, গোয়াইনঘাট এম সাইফুর রহমান বি এম কলেজের অধ্যক্ষ জিল্লুর রহমান শোয়েব, মহানগর বিএনপি নেতা লোকমান আহমদ, জেলা জাতীয় পার্টি নেতা আহসান হাবিব মঈন, দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক মোহাম্মদ নুরুল ইসলাম, সমাজসেবী এ কে করিম কাওছার, সিলাম জামেয়া ক্বোরআনিয়া মাদ্রাসার সেক্রেটারী সজ্জাদ মিয়া, নিবার্হী মুহতামিম আব্দুল্লাহ আল মামুন, সিলাম পি এল উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আক্তার হোসেন, নবারুন উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষক হাবীবুর রহমান, সিলাম ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আব্দুল বারী, দক্ষিণ সুরমা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নেছার আলী, সদস্য মিছবাহ উদ্দিন, সিলাম ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু সাঈদ জুবেরী ছাদ, সমাজসেবী মনিরুল ইসলাম তুরন, আব্দুল মালিক মল্লিক, শাহ মাহমদ আলী, সিলাম ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার শফিকুল হক, পরিবারের পক্ষে মরহুমের পুত্র মাহবুব হাসান রিংকু, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে আহসান রাব্বী, সমাজসেবী শফিকুল ইসলাম, আব্দুল গফফার কামাল, জামাল উদ্দিন, মজন মিয়া ,মজমিল আহমদ, বিশ্বজিৎ চক্রবর্তী অপন, ফজলু মিয়া, সিলাম শাহী ঈদগাহ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক শাহিনুল কবির, সিলাম ক্রীড়া সংস্থার সভাপতি শামসুল আলম, হাজী পাবেল রহমান, শাহাব উদ্দিন মাস্টার, , আফজল হোসেন, ইউপি সদস্য আব্দুর রহমান, আমিরুল ইসলাম মাসুম, ছাদিক মিয়া, শাহ টিপু সুলতান, আবু সালেহ, শাহজাহান, ওমর ফারুক ফরহাদ, মিন্টু শাহ জুয়েল, আল মামুন, তুহিন চৌধুরী, ইফতেখার গণি তাজেল, খায়রুল আমিন প্রমুখ।
এর আগে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে খতমে কোরআন অনুষ্ঠিত হয়। সবশেষে দোয়া মাহফিল পরিচালনা করেন সিলাম পশ্চিম পাড়া বায়তুল আমান জামে মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা মোঃ নজরুল ইসলাম। নাগরিক শোক সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফিজ আব্দুল্লাহ আল মামুন।
নাগরিক শোক সভায় বক্তারা বলেন, সুন্দর সমাজ বিনির্মানে আব্দুল মালিক আমৃত্যু কাজ করে গেছেন। তার অবদান এলাকাবাসী চিরদিন স্মরণ রাখবে।
সত্যের পথে আপোষহীন ও নিরপেক্ষ সংবাদমাধ্যম