দক্ষিণ সুরমায় ভারতীয় বিড়িভর্তি প্রাইভেটকার জব্দ

প্রকাশিত: ৫:৪৯ অপরাহ্ণ, নভেম্বর ১২, ২০২২

দক্ষিণ সুরমায় ভারতীয় বিড়িভর্তি প্রাইভেটকার জব্দ

নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ সুরমার মোগলাবাজারে প্রাইভেটকারে করে পাচারকালে থেকে বিপুল পরিমান ভারতীয় বিড়ি উদ্ধার করেছে পুলিশ। এসময় পুলিশের ধাওয়া খেয়ে কার ফেলে চম্পট দেয় চোরকারবারি। পরে পুলিশ প্রাইভেটকার তল্লাশি করে ৫৪২ প্যাকেট ভারতীয় নাসির বিড়ি জব্দ করে।

গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত সাড়ে ৯ টার দিকে অভিযান চালিয়ে এসব বিড়ি জব্দ করা হয়।

মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুদ্দোহা জানান, মোগলাবাজার থানার খালোমুখ বাজারে চেকপোস্ট চলাকালে পুলিশ সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কে একটি সাদা রংয়ের প্রাইভেট কারকে থামার সিগনাল দেয়। চালক সিগনাল অমান্য করে কারটি দ্রুত গতিতে চালিয়ে ফেঞ্চুগঞ্জ সড়কের দিকে যেতে থাকে। পুলিশ পিছু ধাওয়া করলে কিছুদুর যাওয়ার পর চালক কারটিকে রাস্তার পাশে দাঁড় করিয়ে পালিয়ে যায়।

এ সময় পুলিশ গাড়ির ভেতর তল্লাশী করে কারের পেছনের সিট থেকে ৪৪২ প্যাকেট ও পেছনের বানেট থেকে আরো ১০০ প্যাকেট ভারতীয় শেখ নাসিরুদ্দিন বিড়ি উদ্ধার করে। উদ্ধারকৃত বিড়ির আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৭১ হাজার টাকা। জব্দ করা হয় চোরাচালানে ব্যবহৃত প্রাইভেটকারটিও।

এ ব্যাপারে মোগলাবাজার থানা মামলা দায়ের করা হয়েছে ।