ঢাকা ২৪শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৪১ অপরাহ্ণ, ডিসেম্বর ৩, ২০২২
নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব,সিলেট’র নিয়মিত মাসিক সভা শনিবার (৩ ডিসেম্বর) বিকেলে স্টেশন রোডস্থ ক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
প্রেসক্লাব সভাপতি চঞ্চল মাহমুদ ফুলর’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলামের পরিচালনায় সভায় ১৪ ডিসেম্বর যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবি দিবস ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস পালন উপলক্ষে কর্মসূচি গ্রহণ এবং প্রেসক্লাবের নতুন সদস্য অর্ন্তভূক্তির জন্য বিজ্ঞপ্তি প্রকাশের সিদ্ধান্ত নেয়া হয়।
সদস্য হতে ইচ্ছুক দক্ষিণ সুরমার সাংবাদিকদের আগামী ১০ ডিসেম্বর থেকে ৩০ ডিসেম্বরের মধ্যে স্টেশন রোডস্থ সৈয়দ আলী কমপ্লেক্সে অবস্থিত প্রেসক্লাব কার্যালয় থেকে অথবা সাধারণ সম্পাদকের (মোবাইল ০১৭২৭৬২৫৫৮৩) সাথে যোগাযোগ করে নির্ধারিত ফি’ দিয়ে ফরম সংগ্রহ ও জমা দিতে আহবান জানানো হয়।
সভায় আলোচনায় অংশ নেন দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি সাদিকুর রহমান চৌধুরী, যুগ্ম-সাধারণ সম্পাদক জুমান আহমেদ, অর্থ সম্পাদক সানওয়ার আলী, দপ্তর ও পাঠাগার সম্পাদক সাদিকুর রহমান সোহেল, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইসমাইল আলী টিপু, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এমরান ফয়সল, নির্বাহী সদস্য শামীম আহমদ তালুকদার প্রমুখ।
সভা শেষে প্রেসক্লাবের নির্বাহী সদস্য শামীম আহমদ তালুকদারের ক্যান্সার আক্রান্ত মায়ের সুস্থতা কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক জুমান আহমেদ।
ঠিকানাঃ
মোবাইল: 01795396925
ইমেইল:
সম্পাদক ও প্রকাশকঃ রুহিন আহমদ
———————————————————-
সত্যের পথে আপোষহীন ও নিরপেক্ষ অনলাইন নিউজ পোর্টাল
——————————————————–
উপদেষ্টা মন্ডলী সভাপতি
……………………………
——————————————————