রওশন আরা মনির মৃত্যুতে মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর শোক

প্রকাশিত: ১১:১৯ অপরাহ্ণ, ডিসেম্বর ২১, ২০২৩

রওশন আরা মনির মৃত্যুতে মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর শোক

ডেস্ক নিউজ-সিলেটি নাটকের জনপ্রিয় অভিনেত্রী ও সিলেট বেতারের নিয়মিত শিল্পী রওশন আরা মনির রুনা আর নেই। তিনি বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বেলা ১টায় নগরীর ইলেকট্রিক সাপ্লাই এলাকার নিজ বাসায় ইন্তেকাল করেন।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৬৫ বছর। তিনি দীর্ঘদিন থেকে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন।রওশন আরা মনির রুনা একমাত্র ছেলে নাতী-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

রওশন আরা রুনার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী। তিনি এক শোক বার্তায় মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামন করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।