সিলেটের বারহালে মাওলানা হুছামুদ্দীন চৌধুরীর প্রচারণা

প্রকাশিত: ১০:৩৩ অপরাহ্ণ, ডিসেম্বর ২২, ২০২৩

সিলেটের বারহালে মাওলানা হুছামুদ্দীন চৌধুরীর প্রচারণা

জকিগঞ্জ উপজেলার ১নং বারহাল ইউনিয়নে নির্বাচনী কার্যালয় উদ্বোধন করেছেন সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনের স্বতন্ত্র প্রার্থী মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী।

শুক্রবার জুমার নামাজের পর বারহালের শাহগলি বাসস্ট্যান্ডে কেটলি মার্কার নির্বাচনী কার্যালয় উদ্বোধন করা হয়।জকিগঞ্জ উপজেলার ১নং বারহাল ইউনিয়নের নির্বাচনী অফিস উদ্বোধন করেন কেটলি মার্কার প্রতিনিধি স্বতন্ত্র প্রার্থী বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ সভাপতি মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী।

ইউনিয়ন আল ইসলাহের সভাপতি মাওলানা এমএ নুরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন বারহাল হাটুবিল গাউসিয়া দাখিল মাদরাসার সুপারিন্টেন্ডেন্ট মাওলানা ফারুক আহমদ, সহ-সুপার মাওলানা আব্দুল কাদির জিহাদী, ইউনিয়ন আল ইসলাহের সেক্রেটারি মাওলানা আবুল হোসেন। সভায় উপস্থিত ছিলেন এলাকার স্থানীয় সালিশ ব্যক্তিত্ব মুক্তাউর রহমান চুনু মিয়া, আস্তাক মিয়া প্রমুখ।

সকালে হাটুবিল গাউছিয়া মাদরাসা এলাকায় গণসংযোগ ও পথসভায় অংশ নেন। দুপুরে খেশরপুর জামে মসজিদে জুমার নামাজের ইমামতি করেন তিনি। এছাড়াও পরচক, বাটইআইল এলাকায় দিনব্যাপী কেটলি মার্কার প্রচারণা ও জনসংযোগ করা হয়।