ঢাকা ১০ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৪৪ অপরাহ্ণ, ডিসেম্বর ২২, ২০২৩
সিলেটে বৈদ্যুতিক তার চুরি করতে গিয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২১ডিসেম্বর) দিবাগত রাতে নগরীর হওয়াপাড়ায় এ ঘটনা ঘটে।শুক্রবার (২২ ডিসেম্বর) সকালে মৃতদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার (ডিসি উত্তর) আজবাহার আলী শেখ বিষয়টি নিশ্চিত করেছেন।নিহত মো. রিপন মিয়া (৩৫) মহানগরের মুন্সিপাড়া ১৪ নং বাসার মতিন মিয়ার ছেলে।
বৃহস্পতিবার দিবাগত রাতের কোনো এক সময় হাওয়াপাড়ার ১০৫ নাম্বার নির্মাণাধীন ভবনের পাঁচ তলায় বৈদ্যুতিক তার চুরি করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রিপন মারা যান। শুক্রবার সকাল ৬টার দিকে পথচারীরা মৃতদেহের ঝুলন্ত পা দেখতে পেয়ে সেখানে লোকজন জড়ো হয়ে পুলিশে খবর দেন। পরে কোতোয়ালি থানাপুলিশ এসে লাশ উদ্ধার করে।
এব্যাপারে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) উপ-কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ (পিপিএম) বলেন, লাশের ময়না তদ্ন্ত হবে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
সত্যের পথে আপোষহীন ও নিরপেক্ষ সংবাদমাধ্যম