ঢাকা ১০ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৫১ অপরাহ্ণ, ডিসেম্বর ২৪, ২০২৩
সিলেট স্টারঃ সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেড এর ২০২৪ সালের পরিচালনা পর্ষদ নির্বাচন সম্পন্ন হয়েছে। শনিবার (২৩ ডিসেম্বর) বিকেল ৪টা থেকে ভোট শুরু হয়ে রাত ৯টায় শেষ হয়।
রাত ১১টায় নির্বাচনী ফলাফল ঘোষনা করেন সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেড এর নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক আখতার হোসেন খান এডভোকেট, সদস্য নজির আহমদ ও ফেরদৌস চৌধুরী রুহেল।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় পূনরায় নির্বাচিত প্রেসিডেন্ট নির্বাচিত হন মঞ্জুর আহমদ চৌধুরী, বিনা প্রতিদ্বন্দ্বিতায় ভাইস প্রেসিডেন্ট নির্বাচত হন এ কে এম মামুনুর রশীদ, অর্থ ও পরিকল্পনা বিভাগে ১২২ ভোট পেয়ে নির্বাচিত হন মো. তাহমিনুল ইসলাম খান এডভোকেট, বিনা প্রতিদ্বন্দ্বিতায় ব্যবস্থাপনা বিভাগে নির্বাচিত হন আব্দুল্লাহ আহমদ, বিনা প্রতিদ্বন্দ্বিতায় উন্নয়ন ও আবাসিক বিভাগে নির্বাচিত হন নেহাল মোহাম্মদ হাসনাইন, ক্রীড়া বিভাগে ১৩৫ ভোট পেয়ে নির্বাচিত হন মুফতি এ এস শামীম আহমদ, বিনোদন বিভাগে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন মিসবা উদ্দিন চৌধুরী রূপন, সাংস্কৃতিক বিভাগে ১৩৩ ভোট পেয়ে নির্বাচিত হন গৌতম চক্রবর্ত্তী, আপ্যায়ন বিভাগে ১২৭ ভোট পেয়ে নির্বাচিত হন কামাল হাসান। নির্বাচন পরিচালনায় সহযোগিতা করেন কোম্পানী সেক্রেটারী পরাগ কান্তি দেব সহ অন্যান্য সদস্যবৃন্দ।
ক্লাব প্রেসিডেন্ট নির্বাচন পরিচালনায় সহযোগিতা করায় ক্লাবের সকল সদস্যদের প্রতি ধন্যবাদ জানান এবং ক্লাবের সার্বিক উন্নয়নে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান। বিজ্ঞপ্তি
সত্যের পথে আপোষহীন ও নিরপেক্ষ সংবাদমাধ্যম