ঢাকা ১০ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৫৪ অপরাহ্ণ, ডিসেম্বর ২৪, ২০২৩
সিলেট স্টারঃ সিলেট প্রেস ক্লাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও বাংলাদেশ বাউল সমিতি সিলেট জেলা শাখার প্রধান উপদেষ্টা এম এ হান্নান বলেছেন, মহান মুক্তিযুদ্ধের সশস্র ৯ মাসের লড়াইয়ের মাধ্যমে প্রতিষ্ঠিত হয় স্বাধীন সাবভৌম বাংলাদেশ আর লাল সবুজের পতাকা। বাঙ্গালী জাতির হাজার বছরের ইতিহাসে নিসন্দেহে সবচেয়ে গৌরবময় ও সর্বশ্রেষ্ঠ অধ্যায় আমাদের এই মুক্তিযুদ্ধ।
এদেশকে স্বাধীন করতে কেউ হারিয়েছে মা-বাবা, ভাই-বোন ও আত্মীয় স্বজন। কেউ নিজের দেহের অঙ্গ হারিয়েছেন। সেই লোমহর্ষক ঘটনার পর বাংলার আকাশে স্বাধীনতার সূর্য উদয় হয়েছিল। তার ৫২ বছরে পৌছে সব ত্যাগ, সব কষ্ট বুকে চেপে রেখে লাল সবুজের পতাক উড়িয়ে আমারা হাসিমুখে বরণ করে নেই আমাদের এই গৌরবমাখা পূণ্যভূমিকে। দীর্ঘ ৫২ বৎসরে আমাদের অর্জন মুঠেই কম নয়। এর ধারবাহিকতাকে আমরা ধরে রেখে বিশে^র সাথে তাল মিলিয়ে এগিয়ে যেতে হবে।
তিনি আরো বলেন, বাউল শিল্পীরা সবসময় দেশ ও সমাজের জন্য গান করেন। তাদের এই গান মুক্তিযুদ্ধের চেতনাকে আরো অগ্রসর করে দেশকে এগিয়ে নিয়ে যাবে। তিনি মুক্তিযুদ্ধের মূল চেতনাকে সমুন্নত রাখতে এবং শহীদদের স্বপ্ন বাস্তবায়নের জন্য বাংলাদেশে ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।
তিনি শনিবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে মহান বিজয়য়ের ৫২ বৎসর উদযাপন উপলক্ষে বাংলাদেশ বাউল সমিতি সিলেট জেলা শাখার উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও মনোজ্ঞ সংগীতানুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
বাংলাদেশ বাউল সমিতি সিলেট জেলা শাখার সভাপতি বাউল ফকির মাহমুদা আক্তার এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বাউল প্রবাসী নুরুল এর পরিচালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য সাবিনা সুলতানা, বঙ্গবন্ধু পেশাজীবি পরিষদের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য ও সিলেট বিভাগীয় প্রধান সমন্বয়ক আনোয়ার উদ্দিন আহমদ রুনু, মায়াবন সাহিত্য ও সংস্কৃতি পরিষদ এর প্রতিষ্ঠাতা এ এ কে আজাদ, জর্জ কোর্ট সিলেট এর এ.পি.পি এডভোকেট মামুন রশিদ, চালি বন্দর হাউজিং সোসাইটির সভাপতি হাজ্বী হাবিবুর রহমান মজনু, বাউল সিমিতির সিলেট বিভাগীয় সমন্বয়কারী ফিরুজ আহমদ, বাউল সমিতির সহ সভাপতি লোকমান সরকার, গীতিকার রঙ্গীলা সেলিম, যুগ্ম সম্পাদক জাহেদ সরকার, মহিলা সম্পাদিক বাউল কুশি নুরী, দপ্তর সম্পাদক চাঁদনী সুমি, কার্যকরী সদস্য নাজমা আক্তার, সিপা দেওয়ান, মোবারক দেওয়ান, আব্দুল কাদির, সিনিয়র সাংবাদিক মো. আমিরুল ইসলাম চৌধুরী তৌহিদ, কবি শিল্পী ফুয়াদ বখত চৌধুরী, রুবেল প্রমুখ। বিজ্ঞপ্তি
সত্যের পথে আপোষহীন ও নিরপেক্ষ সংবাদমাধ্যম