ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের উপর হামলা বিচারের দাবিতে ডিআইজি বরাবরে স্মারকলিপি

প্রকাশিত: ৬:৪৩ অপরাহ্ণ, ডিসেম্বর ২৫, ২০২৩

ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের উপর হামলা বিচারের দাবিতে ডিআইজি বরাবরে স্মারকলিপি

সিলেট স্টারঃ হবিগঞ্জের চুনারুঘাটের রানীগঞ্জ ড্রীমল্যান্ড পার্কে সি. ক্যামব্রীয়ান কলেজ বিশ্বনাথের ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের উপর সন্ত্রাসী হামলার ঘটনার সুষ্ঠু বিচারের দাবিতে সিলেটের ডিআইজি স্মারকলিপি করা হয়েছে। গত ২৪ ডিসেম্বর রোববার দুপুরে অতিরিক্ত ডিআইজি হারুন অর রশিদের কাছে এই স্মারকলিপি হস্তান্তর করা হয়।

বিশ্বনাথ উপজেলা বাসির পক্ষে স্মারকলিপি প্রদান করেন বিশ্বনাথ সদর ইউনিয়নের চেয়ারম্যান হাজী মোঃ দয়াল উদ্দিন তালুকদার, ৮ নং দশঘর ইউনিয়নের চেয়ারম্যান এমাদউদ্দিন খান চেয়ারম্যান, ৫নং দৌলতপুর ইউনিয়নের চেয়ারম্যান হাফিজ মোঃ আরব খাঁন, সাংবাদিক তজম্মুর আলী রাজু, সি. ক্যামব্রীয়ান কলেজ বিশ্বনাথ প্রিন্সিপাল আহমেদ দুলাল এবং বিশ্বনাথ তরুণ ও যুব ঐক্য পরিষদ মোঃ আব্দুন নূর এবং শেখ আল আমিন।

স্মারকলিপি প্রদানকালে বিশ্বনাথের নেতৃবৃন্দ বলেন, বিশ্বনাথের শিক্ষক ও শিক্ষার্থীদের উপর যে ন্যাক্কারজনক হামলা চালানোহয়েছে তা সমগ্র সিলেটবাসী ও প্রবাসীদের হতবাক করেছে। এই ঘটনার সুষ্ঠু বিচার না হলে ভবিষ্যতে এসব দুবৃত্তরা আরো বেপরোয়া হয়ে যাবে। সুতরাং জনস্বার্থে এসব সন্ত্রাসীদের কঠোর শাস্তি দেওয়া উচিত।