বৈরাগী বাজারে কেটলি মার্কার সমর্থনে নির্বাচনী বৈঠক

প্রকাশিত: ৮:৪৭ অপরাহ্ণ, ডিসেম্বর ২৫, ২০২৩

বৈরাগী বাজারে কেটলি মার্কার সমর্থনে নির্বাচনী বৈঠক

সিলেট স্টারঃ জকিগঞ্জ উপজেলার জামালপুরে দ্বাদশ জাতীয় নির্বাচনে সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা হুছামুদ্দীন চৌধুরীর সমর্থনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

২৫ ডিসেম্বর সোমবার সন্ধ্যায় ৩নং কাজলসার ইউনিয়নের জামালপুরের বৈরাগী বাজারে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

স্থানীয় প্রবীণ ব্যক্তিত্ব  শ্রী মতিলাল বিশ্বাসের সভাপতিত্বে ও মাওলানা ইসমাইল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত বৈঠকে বক্তব্য দেন করেন ৩নং কাজলসার ইউনিয়ন চেয়ারম্যান আশরাফুল আম্বিয়া, আলহাজ্ব তাজুল ইসলাম, শ্রীকান্ত বিশ্বাস প্রমুখ।

সভাপতির বক্তব্যে শ্রী মতিলাল বিশ্বাস বলেন, আমরা জামালপুরবাসী একেবারে অবহেলিত রয়েছি৷ বছরের পর বছর দুর্ভোগ পোহাতে হয়। পানি সেচজনিত দুর্ভোগের কারণে আমরা আশানুরূপ ফসল পাই না৷ আমরা মনে করে মাওলানা সাহেবকে নির্বাচিত করলে তিনি বৈষম্য বিলোপ করে আমাদের অধিকার নিশ্চিত করবেন। এসময় তিনি কেটলি মার্কার বিজয় নিশ্চিত করতে এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত সমর্থনের বিষয়টি তুলে ধরেন।