রেড ব্লাড সিলেটের উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত

প্রকাশিত: ৪:৪১ অপরাহ্ণ, ডিসেম্বর ২৮, ২০২৩

রেড ব্লাড সিলেটের উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত

সিলেট স্টারঃআনোয়ার ফাউন্ডেশন ইউ.কে এর সার্বিক তত্ত্বাবধানে রেড ব্লাড সিলেটের উদ্যোগে “যদি হই রক্ত দাতা, জয় করব মানবতা” এই স্লোগানকে সামনে রেখে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার  (২৮ ডিসেম্বর) সকাল ১০টায় নগরীর দরগা গেইটস্থ কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের প্রাঙ্গনে  রুক্তের নির্ণয় ক্যাম্পেইনের আয়োজন করা হয় । দিনব্যাপী কর্মসূচির আওতায় ১০০ জনেরও বেশি মানুষকে বিনামূল্যে রক্ত পরীক্ষা করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশন ১নং ওয়ার্ডের কাউন্সিলর সৈয়দ তৌফিকুল (হাদী)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১,২ ও ৩নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর এডভোকেট সালমা সুলতানা, যুব উন্নয়ন পরিষদ সিলেটের সভাপতি আফিকুর রহমান (আফিক),বাংলাদেশ মনিপুর স্পোর্টস এসোসিয়েশনের সহ-সভাপতি অজয় সিংহ, কয়েছ ফাউন্ডেশন ইউ.কে এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কয়েছ আহমদ, আনোয়ার ফাউন্ডেশন ইউ.কে এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কয়েছ আহমদ, এল.পি.এস বাংলাদেশ  লিমিটেডের সেক্রেটারি মো. লিমন আহমদ।

উপস্থিত ছিলেন-প্রতিষ্ঠাতা পরিচালক জামিল হাসান, সহকারী প্ররিচালক মো: মিরাজ হাসান, প্রচার সম্পাদক শান্ত সিন,
রুবেল চন্দ্র সরকার, আব্দুল শুক্কু, আসিফ, কাশেম, মো. মাক্রপ আহমেদ, নুমান, রিয়াদুল, রাফিয়া, রেদোয়ান, সাজু, সামাদ, সায়েদ, শাফি, শাহিদ নাসির, শাকিল, সবুজ, ত্রপা, শ্রুতি এন্দ প্রমূখ। ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন পরিচালনা করেন রেড ব্লাড অর্গানাইজেশনের সদস্যবৃন্দ।