ফরিংউরা মাদ্রাসায় নবদূতের শিক্ষা সামগ্রী বিতরণ

প্রকাশিত: ৫:১৪ অপরাহ্ণ, ডিসেম্বর ২৮, ২০২৩

ফরিংউরা মাদ্রাসায় নবদূতের শিক্ষা সামগ্রী বিতরণ

সিলেট স্টারঃশিক্ষা ও আর্ত মানবতার সেবায় নিয়োজিত বৃহত্তর সিলেটের খ্যাতিমান সংগঠন নবদূত সামাজিক ফোরামর পক্ষ থেকে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সকাল ১০ টায় সিলেট সদর উপজেলার ৩নং খাদিমনগর ইউনিয়নেয়র সাহেবের বাজারস্থ ফরিংউরা নুরানী তাহফিজুল ক্বোরআন মাদ্রাসায় প্রায় ১৫০ জন ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।

ফোরামের চেয়ারম্যান মাওলানা কে এম রফিকুজ্জামান এর সভাপতিত্বে ও ভাইস চেয়ারম্যান এম এ রহীম এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট সদর উপজেলা পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মো. আহাদ মিয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজ সেবক মো. সাইফুল ইসলাম, বিশিষ্ট সালিশ ব্যাক্তিত্ব মো. দেলওয়ার আহমদ, নুরুল উলুম ইন্টারন্যাশনাল মাদ্রাসার পরিচালক মাওলানা রিয়াজ উদ্দিন, পিরের গাঁও জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা সুহাইল আহমদ, মাদ্রাসা কমিটির সদস্য হেলাল আহমদ, বিশিষ্ট ব্যাবসায়ী হুমায়ুন রশিদ রাজু, এমরান হোসাইন আব্দুস সামাদ, রবিউল ইসলাম, নুরানি তাহফিজুল ক্বোরআন মাদ্রাসার পরিচালক মাওলানা আব্দুল মুমিন, সহকারী পরিচালক মাওলানা ইসলাম উদ্দিন, শিক্ষা সচিব মাওলানা শরিফ উদ্দিন প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মুহিনুর রহমান। বিজ্ঞপ্তি