ঢাকা ২৯শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৪ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৩০ অপরাহ্ণ, জানুয়ারি ১১, ২০২৪
সিলেট স্টারঃসিলেট নগরীর পূর্ব শিবগঞ্জে স্কুল পড়ুয়াদের জন্য কুরআন শেখা দিয়ে দোয়া মাহফিলের মাধ্যমে যাত্রা শুরু ।
পূর্বে শিবগঞ্জের যোগাযোগ কমপ্লেক্সে বৃহস্পতিবার দুপুরে আন-নূর একাডেমির ডিরেক্টর ফাজিলে দারুল উলূম দেওবন্দ মাওলানা আব্দুস সালাম এর সভাপতিত্বে ও একাডেমির ডিরেক্টর হাফেজ মাওলানা আশরাফুদ্দীন এর পরিচালনায় দোয়া মাহফিলে সভায় প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন এবং মোনাজাত করেন ড. মাওলানা মুশতাক আহমদ, ঢাকা।
উপস্থিত ছিলেন অত্র একাডেমির ডিরেক্টর শায়খুল হাদীস মাওলানা মুজিবুর রাহমান সাহেব, ডিরেক্টর মাওলানা আমজাদ হুসাইন, শিবগঞ্জ মাদরাসার মুহতামিম মাওলানা আন্ওয়ার হুসাইন চৌধুরী । আন নূর একাডেমির ডিরেক্টর মাওলানা আবুল বাশার, একাডেমির শিক্ষক ক্বারী মাওলানা খলিলুর-রাহমান হাফিজ মাওলানা বুরহান প্রমুখ
ঠিকানাঃ মিরপুর ১
মোবাইল: 01795396925
ইমেইল: dhakahunt6@gmail.com
সম্পাদক ও প্রকাশকঃ মোর্শেদ মাহবুব
———————————————————-
সত্যের পথে আপোষহীন ও নিরপেক্ষ সংবাদমাধ্যম
——————————————————–
উপদেষ্টা মন্ডলী সভাপতি
……………………………
——————————————————