ঢাকা ১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৩১ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২৯, ২০২৪
সিলেট স্টারঃ বিধিবহির্ভূত চার তলা ভবন নির্মাণ করায় উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে সিলেট সিটি কর্পোরেশন। সিসিক নির্বাহী মেজিস্ট্র্যাট ফারিয়া সুলতানার নেতৃত্বে বুধবার (২৮ ফেব্রুয়ারি) নগরীর ১৬ নং ওয়ার্ডের নয়া সড়ক এলাকার ০৬ নম্বর বাসা এ অভিযান পরিচালনা করা হয়।
জানা যায়, বিধিবহির্ভূত অংশ অপসারণের জন্য গত বছরের ২৯ মে, ২৭ জুলাই, ১৭ সেপ্টেম্বর ও সর্বশেষ গত ০৭ ফেব্রুয়ারি ২০২৪ তারিখে নগরীর নয়া সড়ক এলাকার ০৬ নম্বর বাসার মালিক আঙ্গর জান খানমকে নোটিশ পাঠানো হয়। নোটিশের প্রেক্ষিতে কোন প্রকার জবাব বা পদক্ষেপ গ্রহন না করে জোর পূর্বক নির্মাণ কাজ চালিয়ে যান। এর প্রেক্ষিতে বুধবার উচ্ছেদ অভিযান চালায় সিটি কর্পোরেশন।
এসময় অভিযানে সিটি কর্পোরেশনের কর্মকর্তা ও সিলেট মহানগর পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।

সত্যের পথে আপোষহীন ও নিরপেক্ষ সংবাদমাধ্যম