ঢাকা ২৫শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৪০ অপরাহ্ণ, এপ্রিল ২১, ২০২৪
সিলেট স্টারঃসিলেট মহানগরের কোতোয়ালি থানাধীন কাজীটুলা এলাকা থেকে এলামুল হক চৌধুরী (৫৮) নামে বাক ও শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তি নিখোঁজ হয়েছে।
তার সন্ধান চেয়ে নিখোঁজের ছোট বোন কোতোয়ালি মডেল থানায় আজ সাধারণ ডায়রি করেছেন।ডায়েরিতে উল্লেখ করা হয়, সিলেটের বিয়ানীবাজার থানাধীন চারখাই গোলাঘাট এলাকার বাসিন্দা মৃত আজিজুর রহমানের ছেলে এনামুল হক চৌধুরী গত ৮ মার্চ তার ছোট বোন সাহেদা সুয়েবের (৪৭) বাড়িতে বেড়াতে আসেন। গত ২৬ মার্চ বোনের বিকেলে বোনের বাড়ি থেকে নিজ বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেওয়ার পর থেকেই তিনি নিখোঁজ রয়েছেন।
সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজির পরও তার সন্ধান না পাওয়ায় ২১ এপ্রিল কোতোয়ালি মডেল থানায় সাধারণ ডায়েরি করেন সাহেদা সুয়েব। জিডি নং- ১৭৭৩ ২১/০৪/২৪।
নিখোঁজ ব্যক্তির কেই সন্ধান পেলে ০১৭১৭১৩২০৯২, ০১৭২১১৪৮৬০৫, ০১৭১২০৪৫৫৩২ এই নাম্বারে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে।
ঠিকানাঃ
মোবাইল: 01795396925
ইমেইল:
সম্পাদক ও প্রকাশকঃ রুহিন আহমদ
———————————————————-
সত্যের পথে আপোষহীন ও নিরপেক্ষ অনলাইন নিউজ পোর্টাল
——————————————————–
উপদেষ্টা মন্ডলী সভাপতি
……………………………
——————————————————