ঢাকা ২৪শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৫২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২১, ২০২১
নগর বার্তা ডেস্কঃ ”সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার ২ নং ভাটি পাড়া ইউনিয়ন এর সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মিফতাহ চৌধুরীকে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সংবর্ধনা দিয়েছে সিলেটে অবস্থানরত ভাটিপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের কর্মী ও নেতৃবৃন্দ।সংবর্ধনা শেষে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন মহান ভাষা সৈনিকদের ।;’
এসময় তিনি বলেন, ভাটিপাড়া ইউনিয়ন বাসীর সুখ দুঃখ সম্ভনার কথা চিন্তাকরে সুধুর আমেরিকা থেকে এসেছি আপনাদের ভালোবাসার টানে। ভাটিপাড়া ইউনিয়ন বাসীর সেবা করা আমার একমাত্র লক্ষ্য।
‘;বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার হাত’কে শক্তিশালী করতে ইউনিয়ন বাসীকে নিয়ে একটি মডেল ইউনিয়ন করতে চাই ভাটিপাড়া ইউনিয়নকে।
আল্লাহর কাছে আমার একমাত্র চাওয়া মরণের আগে আমি যেন আমার এলাকার মানুষের সেবা করে যেতে পারি।’;
”সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ৭ নং ওয়ার্ড মহিলা বিষয়ক সম্পাদিকা আলেয়া ইকবাল চৌধুরী,’; আওয়ামী লীগ নেতা ইকবাল চৌধুরী, ‘;সিলেট মহানগর ছাত্রলীগ নেতা কাজী সাইকুল, রুবেল আহমেদ শাকিল, পলাশ তালুকদার, মোহন চৌধুরী, সুমন তালুকদার,সুজাত কাজী ইমন ,’;জাহান চোধুরী,’;’সোহান তালুকদার ,জিহান তালুকদার,সোহাগ চোধুরী,বাবু চোধুরী,মিল্টন কাজী ,সাজিব আহম্দ,শামিম আহমদ,জসিম উদ্দিন,সোয়েব মিয়া,আলেক,ফাহাদ চোধুরী,রাহেল তালুকদার সহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ।’;
ঠিকানাঃ
মোবাইল: 01795396925
ইমেইল:
সম্পাদক ও প্রকাশকঃ রুহিন আহমদ
———————————————————-
সত্যের পথে আপোষহীন ও নিরপেক্ষ অনলাইন নিউজ পোর্টাল
——————————————————–
উপদেষ্টা মন্ডলী সভাপতি
……………………………
——————————————————