ঢাকা ২৯শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৪ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৫২ অপরাহ্ণ, মে ১৫, ২০২২
এম বাংলা ডেস্কঃবুদ্ধপূর্ণিমা উপলক্ষে আজ রবিবার সরকারি ছুটির দিন।বিশেষ তাৎপর্যপূর্ণ দিবসটি বৌদ্ধ ধর্মাবলম্বীরা বিভিন্ন আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে পালন করে থাকেন। এই দিনে বৌদ্ধ ধর্মাবলম্বীরা স্নান করে শুচিবস্ত্র পরিধান করে মন্দিরে বুদ্ধের বন্দনায় রত থাকেন। তাঁরা মন্দিরে বহু প্রদীপ প্রজ্বালন করেন, ফুলের মালা দিয়ে মন্দিরগৃহ সুশোভিত করে বুদ্ধের আরাধনায় নিমগ্ন হন।এ ছাড়া বৌদ্ধরা এই দিনে বুদ্ধপূজার পাশাপাশি পঞ্চশীল, অষ্টশীল, সূত্রপাঠ, সূত্রশ্রবণ, সমবেদ প্রার্থনাও করে থাকেন।
ঠিকানাঃ মিরপুর ১
মোবাইল: 01795396925
ইমেইল: dhakahunt6@gmail.com
সম্পাদক ও প্রকাশকঃ মোর্শেদ মাহবুব
———————————————————-
সত্যের পথে আপোষহীন ও নিরপেক্ষ সংবাদমাধ্যম
——————————————————–
উপদেষ্টা মন্ডলী সভাপতি
……………………………
——————————————————