ঢাকা ২৭শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১২ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:১৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৮, ২০২৪
সিলেট স্টারঃ সিলেট নগরীর আম্বরখানা, সিলেট-সুনামগঞ্জ রোডে বুলবুল মাকের্ট এর ২য় তলায় সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি’র অফিস কার্যালয়ে শুভ উদ্বোধন। গতকাল বুধবার (৭ ফ্রেব্রুয়ারী) সন্ধায় প্রধান অতিথি হিসেবে কার্যালয়ের উদ্বোধন করেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ার”জ্জামান চৌধুরী ও সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি। এসময় উপস্থিত ছিলেন সহ সভাপতি ফাইয়াজ খান সলিট,, সৈয়দ গুলজার আহমদ, রাহেল আহমদ চৌধুরী, সিলেট মহানগর ছাত্রলীগের সভাপতি কিশুয়ার জাহান সৌরভ, সাংগঠনিক সম্পাদক সঞ্জয় কুমার চৌধুরী, এমদাদ হোসনে ইমু, অর্থ সম্পাদক আনিসুর রহমান তিয়াস, তথ্য ও গবষেণা বিষয়ক সম্পাদক রুপম আহমদ, র্ধম বিষয়ক সম্পাদক মো. সাইদুর রহমান, পরিবেশ বিষয়ক সম্পাদক ফয়সল আজাদ খান, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক মো. ফারুকুল ইসলাম, উপ—সমাজকল্যাণ সম্পাদক মোহাম্মদ নাহিদ আব্বাস, সহ সম্পাদক মনসুর আহমদ চৌধুরী সুমন, আমিনুল ইসলাম আমিন, আব্দুল সুফিয়ান খান রিমু, মো. সাদিকুল রহমান সোহাগ, সদস্য রাজবি চক্রর্বতী, ইব্রাহিম আহমদ জেসি, এমদাদুল হক উবদে, যুবলীগ নেতা আজাদ উদ্দিন, শিপন খান, জাকারিয়া ইমরুল, সঞ্চয় দাস, নাসিম আহমেদ চৌধুরী, জাকির চৌধুরী, স্বপন সরকার, আবির হাসান রানা, আল মুমিন, সৈয়দ মাহমুদ আলম রনি , লন্টু গোপ, অপরাজিত ঘোষ, মেহেদি সাকিল, রাজু, রনি, বিসু দাস, মারুফ আহমদ, মনির আহমদ, সৈয়দ রাসেল।
ঠিকানাঃ
মোবাইল: 01795396925
ইমেইল:
সম্পাদক ও প্রকাশকঃ রুহিন আহমদ
———————————————————-
সত্যের পথে আপোষহীন ও নিরপেক্ষ অনলাইন নিউজ পোর্টাল
——————————————————–
উপদেষ্টা মন্ডলী সভাপতি
……………………………
——————————————————