ঢাকা ২৪শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৪৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৯, ২০২১
‘আজ শুক্রবার (১৯ ফেব্রুয়ারী)বিকাল ৫ টার দিকে গোলাপগঞ্জ উপজেলার হেতিমগঞ্জ কায়স্থগ্রাম (ছনকিত্তায়) এশিয়ান টেলিভিশন এর সিলেট প্রতিনিধি সাংবাদিক রুহিন আহমদের আগুনে পুড়া বাড়ি দেখতে গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও গোলাপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইকবাল হোসেন চৌধুরী সেখানে যান।
‘;এসময় উপস্থিত ছিলেন ৩ নং ফুলবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপার্থী আব্দুল হানিফ খান।সিলেট জেলা যুবলীগ নেতা অলিউর রহমান।দৈনিক ইনকিলাবের ব্যুরো প্রধান ফয়সাল আমিন।বিশিষ্ট সমাজসেবী ও শালিসি ব্যাক্তি ইকবাল হোসেন মিটু। ১৬ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি সেবুল আহমদ সাগর।সাদিকুর রহমান সহ এলাকার বিশিষ্ট ব্যাক্তিরা।জানা যায়,শীতের সকালে বিভোর ঘুমে সবাই হুট করেই ঘরে আগুন লেগে মূহুর্তের মধ্যে ছড়িয়ে ঘরের সব জায়গায়।তাৎক্ষণিক সবার ঘুম ভাংগলে আগুন নেবানোর চেষ্টা করেন।;’কিন্তু আগুন নেবানো সম্ভব হয় নি। পরবর্তীতে ফায়ার সার্ভিসের লোকজন এসে ১ ঘন্টা সময় চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।’;তবে এ ঘটনায় বাড়িরর কেউ আহত বা নিহত হন নি।’;অপরদিকে আগুন প্রায় ২০ লক্ষটাকার ক্ষয়ক্ষতি হয়।পুরে যায় ঘরের সব মূল্যবান জিনিসপত্র সহ জরুরী কাগজপত্র।
ঠিকানাঃ
মোবাইল: 01795396925
ইমেইল:
সম্পাদক ও প্রকাশকঃ রুহিন আহমদ
———————————————————-
সত্যের পথে আপোষহীন ও নিরপেক্ষ অনলাইন নিউজ পোর্টাল
——————————————————–
উপদেষ্টা মন্ডলী সভাপতি
……………………………
——————————————————