ঢাকা ২৪শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৫২ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১০, ২০২০
নগর বার্তা প্রতিবেদকঃ গৌরবের এক বছর পূর্তি ও ২য় বর্ষে পদার্পন উপলক্ষে সিলেটের জনপ্রিয় PARAMOUNT ENGLISH এর ১ম বর্ষপূতি উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার (১০ ডিসেম্ভর)সকালে সিলেট নগরীর উপশহরের এ বি সি সি পয়েন্ট, উপশহর PARAMOUNT ENGLISH এর নিজ কার্যালয়ে ২য় তলায় এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে বর্ষপূতি পালন করা হয়। তরুন উদ্যক্তা জাহিদ আহমদের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, সহকারী অধ্যাপক:ইংরেজি বিভাগসিলেট আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় মোঃ মোস্তফিজুর রহমান ।সহকারী অধ্যাপক: ইংলিশ ডি.পি. সিলেট আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় প্রণব কান্তি দেব।প্রতিষ্ঠাতা পরিচালক: দারুল আরকাম আন্তর্জাতিক উপস্থাপক ও ইসলামিক আলোচক, আইকিউআরএ টিভি মাহবুব শীরাজী।বিশিষ্ট লেখক ইসলামী স্কলার সৈয়দ মাহমুদুল হাসান।ভাইস প্রেসিডেন্ট, সেল্টা চিফ ইনস্ট্রাক্টর, আইসিওএন এর শওকত আমরান। পরিচালক: গ্রিন-বাংলা ফুড প্রোডাক্ট লিমিটেড এর এস এম শামীম আহমেদ।সিনিয়র ল্যাকচারার, ডিপি ইংলিশ সিলেট আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের মোঃ রাজীব হাসান। এসময় বক্তারা বলেন,তরুন উদ্যক্তা জাহিদ আহমদ নিজে দক্ষতার সাথে নিজেকে তৈরি করে অন্য তরুনদের এগিয়ে নিয়ে যেতে PARAMOUNT ENGLISH সেন্টার খুলে যেভাবে আগাচ্ছে সেটা আমাদের অনুপ্রেরণা যোগাচ্চছে।এখানের ছাত্র ছাত্রীরা ইংরেজি ভাষার উপর খুব ভালো রেজাল্ট করে বের হচ্ছে।আমরা তার এই ক্ষুদ্র প্রয়াস আরও এগিয়ে যাতে যায় যেই দৃশ্য দেখতে চাই।
ঠিকানাঃ
মোবাইল: 01795396925
ইমেইল:
সম্পাদক ও প্রকাশকঃ রুহিন আহমদ
———————————————————-
সত্যের পথে আপোষহীন ও নিরপেক্ষ অনলাইন নিউজ পোর্টাল
——————————————————–
উপদেষ্টা মন্ডলী সভাপতি
……………………………
——————————————————