ছাত্রলীগ নেতা মামুনের জন্মদিন পালন

প্রকাশিত: ৪:০০ অপরাহ্ণ, ডিসেম্বর ৩০, ২০২০

ছাত্রলীগ নেতা মামুনের জন্মদিন পালন

নগর বার্তা ডেস্কঃজন্মদিন পালন হয়েছে মহানগর ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল মামুনের। নগরীর চৌহাট্রাস্থ সড়কভবনে বিকেল সাড়ে ৫ টায় জন্মদিন পালন অনুষ্টানে রাজনীতিক সহ যোদ্ধা সহ শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন। এসময় শ্লোগানে শ্লোগানে জন্মদিনের শুভ কামনা করা হয় মামুনের।  এরপর তুমুল হাততালীর মধ্যে দিয়ে স্বর্তস্ফূত উচ্ছ্বাসে কেক কাটা হয় জন্মদিনের। উপস্থিত

শুভাকাঙ্খিরা কেক মুখে তোলে দেন ছাত্রলীগের এ ত্যাগী নেতার। হাতে হাতে কেকের টুকরো মামুনের মুখে তুলে ধরেন ভ্রাতৃত্বপূর্ণ মননে তারা। জন্মদিন পালন অনুষ্টানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয় শ্রমিকলীগ কেন্দ্রিয় কার্যনিবার্হী সদস্য ও মহানগর শ্রমিকলীগের সাধারন সম্পাদক নাজমুল আলম রুমেন, ১৭ নং ওয়ার্ড যুবলীগ সভাপতি আল আল আমীন উল্লাহ রাসেল, সিনিয়র সহ-সভাপতি ইসতিয়াক আলী সুমন,

জেলা যুবলীগ নেতা ইকবাল হোসনে মিটু, যুবলীগ নেতা মর্তুজা আলী এন্টি, আফজাল হোসেন রিজভী, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রিয় কমিটির সাবেক সদস্য শাহ আলম শাওন, ছাত্রলীগ নেতা হোসেন মো: সাগর, ফয়জুর রহমান ফয়েজ, রাজু আহমদ, ১৬ নং ওয়ার্ড যুবলীগ সভাপতি সেবুল আহমদ সাগর, সৈয়দ নাহিদ রহমান সাব্বির, আবেদ আহমদ, মহানগর ছাত্রলীগ নেতা আফসার আহমদ, ছাত্রলীগ নেতা ইব্রাহীম খলিল, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট জেলা সাংগঠনিক সম্পাদক  তালহা আহমদ, অপু আহমদ সাজু প্রমুখ।