ঢাকা ২৪শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৩২ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৭, ২০২১
নগরীর আখালিয়া,খলা পাড়া,বড়বাড়ী,চান্দিয়ালা মরহুম আব্দুল গনি মাঠে গত শনিবার,আসাদুজ্জামান খাঁন জুয়েলের উদ্যোগে মহান অমর একুশে নাইট ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।সিলেট মহানগর তাঁতী লীগ সাধারণ সম্পাদক,সাবেক ছাত্রনেতা শেখ মোঃ আবুল হাসনাত বুলবুল এর পরিচালনায় ৬নং টুকের বাজার ইউপি মেম্বার তারেক মিয়া বাবুলের সভাপতিত্বে প্রধান অতিথি বক্তব্যে সিলেট মহানগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ লায়েক আহমদ চৌধুরী বলেন,খেলাধুলার মাধ্যমে একদিকে যেমন মনের এবং শারীরিক লাভ হয়,ঠিক তেমনি যুব সমাজ মাদক থেকে দূরে থাকে।উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৭,৮,৯ নং ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর রেবেকা বেগম রেনু,৪,৫,৬ নং টুকের বাজার ইউপি মেম্বার মোছা শিউলী পারভীন, সিলেট মহানগর তাঁতী লীগের সভাপতি নোমান আহমদ,বিশিষ্ট ব্যবসায়ী শাহিন আহমদ,বিশিষ্ট মুরব্বী কনা মিয়া, ফয়েজ আহমেদ, শাহ আলী মিয়া, মনির মিয়া,তিমুর রাজা,পারভেজ আহমেদ,সুহেল মিয়া,সিলেট মহানগর তাঁতী লীগের সাবেক যুগ্ম আহবায়ক কামরুজ্জামান কামরুল,সিলেট মহানগর ছাত্রলীগ নেতা জাহেদ হোসেন তালুকদার। টূর্ণামেন্টের চ্যাম্পিয়ন দলের সদস্যরা হলেন সুহেল,সুলেমান,ইমন,রিয়াদ,তায়েফ,তুহিন, শাকিল,পাপ্পু,সাগর,রানার আপ দলের সদস্যরা হলেন শামিম,মুহন,রুপন,নয়ন,শাওন,সাদিক,রাহিম,রায়হান,পারভেজ। টূণামেন্টটি পরিচালনা ও সার্বিক দায়িত্বে ছিলেন মুনিম আহমদ করিম,জমিল আহমদ জমির,ইফতি,সুলেমান,কামরান,রহিম প্রমুখ।
ঠিকানাঃ
মোবাইল: 01795396925
ইমেইল:
সম্পাদক ও প্রকাশকঃ রুহিন আহমদ
———————————————————-
সত্যের পথে আপোষহীন ও নিরপেক্ষ অনলাইন নিউজ পোর্টাল
——————————————————–
উপদেষ্টা মন্ডলী সভাপতি
……………………………
——————————————————